Police Administration

Winners: মেদিনীপুর-খড়্গপুরে দাপিয়ে বেড়াচ্ছে টিম ‘উইনার্স’! ইভটিজার আর ছিনতাইবাজদের খপ্পরে পড়লেই ফোন করুন বিশেষ নম্বরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে:ক্রমশ দাপট বাড়ছে ছিনতাইবাজদের। শহরের অলিগলি থেকে শুরু করে রাজপথেও বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছিনতাইকারীরা। নিমেষের মধ্যে মহিলাদের গলা থেকে ছিনিয়ে নিচ্ছে হার বা মঙ্গলসূত্র। হাতে বা কানে থাকা মোবাইল কিংবা মানিপার্স, যেকোনো মুহূর্তে ছোঁ মেরে টেনে নিচ্ছে দুষ্কৃতীরা! সঙ্গে আছে অন্ধকার রাস্তায় ইভটিজার বা উত্ত্যক্তকারীদের দাপট। আর, এসব থেকেই মহিলাদের নিরাপত্তা দিতে, রাজধানী কলকাতার আদলে মেদিনীপুর-খড়্গপুরেও গঠিত হল, মহিলা পুলিশের বিশেষ টিম ‘উইনার্স’ (Winners)। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে, জেলা শহর মেদিনীপুর এবং রেলশহর খড়্গপুরের জন্য এই ‘উইনার্স টিম’ তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ৮-টি নতুন স্কুটারে (স্কুটি) চেপে চোখধাঁধানো কালো পোশাকে ১৬ জন বাছাই করা মহিলা পুলিশ কর্মী দুই শহর (খড়্গপুর ও মেদিনীপুর) দাপিয়ে বেড়াচ্ছে সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ১১ টা অবধি। তবে, মাঝেমধ্যে অবশ্য দিনের বেলাতেও দেখা যাচ্ছে এই টিমকে! এই টিমের সাহায্য পেতে বিশেষ হেল্প লাইন নম্বরেও (Winners- 8001007868) ফোন করতে পারেন।

খড়্গপুরের রাস্তায় ‘উইনার্স টিম’ :

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মে (মঙ্গলবার), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মেদিনীপুর শহরে পা রেখেছিলেন, ওইদিন থেকেই জেলা শহরে গঠিত হয়েছে ‘উইনার্স টিম’। আর, ২০ মে (শুক্রবার) থেকে খড়্গপুর শহরে গঠিত হয়েছে ‘উইনার্স টিম’। অনেকটাই বিদেশের বিভিন্ন মহিলা পুলিশ বাহিনী বা ব্ল্যাক ক্যাটদের মতো কেতাদুরস্ত আধুনিক কালো পোশাক (ইউনিফর্ম), মানানসই সমস্ত আধুনিক উপকরণ, বিশেষ অস্ত্র- প্রভৃতি দেওয়া হয়েছে মহিলা পুলিশের এই বিশেষ টিম-কে। দুই শহরের জন্য ১৬ জন বাছাই করা মহিলা পুলিশ কর্মীদের দুটি দল (মোট ৩২ জন) তৈরি করে দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফে। আপাতত, রাস্তায় তাঁদের দেখলেই ‘হাঁ করে’ তাকিয়ে থাকতে হচ্ছে সাধারণ শহরবাসী থেকে পথচারীদের! তবে, সন্ধ্যার সময় এই বাহিনীকে দেখে কিছুটা হলেও বুকে বল পাচ্ছেন মহিলারা। বিশেষত, রেল শহর খড়্গপুরে গত কয়েক মাসে যেভাবে ছিনতাইবাজদের দাপটে মহিলাদের হার, গহনা, মোবাইল, মানি পার্স চুরি হচ্ছিল; তাতে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ এই টিম যে অনেকটাই কার্যকরী হতে পারে, তা মনে করছেন শহরবাসী।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ টিম উইনার্স:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago