দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: বন্ধ কারখানাতে ডাকাতি করতে এসে গ্রেপ্তার হলেন ৫ দুষ্কৃতী! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত সাহাচক এলাকায়। জানা গেছে, প্রায় বহু বছর ধরে বন্ধ থাকা লৌহ ও ইস্পাত কারখানা রামস্বরূপে শনিবার রাতে প্রায় ২০ জন দুষ্কৃতি ঢুকে ডাকাতি ও লুটের ঘটনা চালায়। কেড়ে নেওয়া হয় নিরাপত্তাকর্মীদের বন্দুকও। পুলিশের কাছে খবর পৌঁছতে, নাকা তল্লাশি করে ৬ নং জাতীয় সড়কের উপর থেকে ২০ জনের মধ্যে ৫ জনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্মীদের কাছ থেকে কেড়ে নেওয়া দুটি বন্দুকও উদ্ধার করা করেছে বলে জানা গেছে।

thebengalpost.net
গ্রেফতার হওয়া ৫ ডাকাত :

পুলিশ সূত্রে এও জানা গেছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে ওই কারখানা থেকে লুট হওয়া প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে গ্রামীণ ও টাউন থানার পুলিশ। গ্রেফতার হওয়া ৫ জন হলেন- সৌরভ দাস, মানস নায়েক, লাব নায়েক, দেবা পাত্র ও সুব্রত দাস। এদের প্রত্যেকের বাড়ি খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়। রবিবার এদের আদালতে তোলা হয়।

thebengalpost.net
উদ্ধার হওয়া দুটি বন্দুক :