দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: ফের লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রদবদল! জেলার ৪-টি থানার OC, ৫-টি পুলিশ পোস্টের (বা, ফাঁড়ির) ইনচার্জ সহ ১৩ জন SI (২ জন মহিলা SI সহ)-কে বদলি করা হল। বদলি হয়েছেন ২ জন ASI-ও। শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে বদলির এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, দাসপুর থানার ওসি অমিত মুখার্জি-কে কেশপুর থানার OC করা হয়েছে। অপরদিকে, নারায়ণগড় থানার OC অঞ্জনি তেওয়ারি হচ্ছেন দাসপুর থানার নতুন ওসি। গুড়গুড়িপাল থানার ওসি সুজয় লায়েক-কে পাঠানো হচ্ছে নারায়ণগড় থানার ওসি করে। গুড়গুড়িপাল থানার ওসি করে পাঠানো হচ্ছে খড়্গপুর গ্রামীণ থানার SI সমীর কুমার সর্দারকে।
অন্যদিকে, খড়্গপুর মহিলা থানার নতুন ওসি হচ্ছেন সম্পূর্ণা দাস। SI সীতা পালকে বদলি করা হচ্ছে জেলা পুলিশের DIB-তে। এছাড়াও, রদবদল করা হয়েছে যথাক্রমে- পিড়াকাটা পুলিশ পোস্ট, নিমপুরা আউটপোস্ট, জোড়াগেড়িয়া আউটপোস্ট, সন্ধিপুর আউটপোস্ট এবং খড়ার আউটপোস্টের ইনচার্জ-দেরও। পিড়াকাটার নতুন ইনচার্জ হচ্ছেন পিংলা থানার এসআই (SI) অমিত চ্যাটার্জি। সন্ধিপুর ফাঁড়ির ইনচার্জ হচ্ছেন মনোরঞ্জন শিট। তিনি জোড়াগেড়িয়া থেকে যাচ্ছেন। জোড়াগেড়িয়ার ইনচার্জ হচ্ছেন সফিক আলম। তিনি সন্ধিপুরের দায়িত্বে ছিলেন। প্রশান্ত ঘোষ ঘাটালের খড়ার ফাঁড়ির ইনচার্জ ছিলেন, হচ্ছেন নিমপুরা আউটপোস্টের ইনচার্জ। খড়ারের দায়িত্ব দেওয়া হচ্ছে দাঁতন থানার SI সৌনক বারিক-কে। জেলা পুলিশের তরফে এই বদলিকে নেহাতই রুটিন বদলি বলা হলেও, জেলা জুড়ে একসঙ্গে এতজন OC সহ SI-র বদলি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে!