তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: প্রতিনিয়ত বাড়ছে বাইক চুরির ঘটনা। ক্ষোভও বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকাতেও বাড়ছিল চুরি। এবার, বড়সড় বাইক চুরির কিনারা করল চন্দ্রকোনা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ধান্যগাছী গ্রাম থেকে একসাথে ২৪ টি বাইক উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ। পাশাপাশি ওই গ্রাম থেকেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধান্যগাছী গ্রামের বাসিন্দা অশ্বিনী রায় ও অলীপ সাঁতরা নামের দু’জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। অশ্বিনী রায়ের সিমেন্টের খুঁটি বানানোর দোকান রয়েছে। অপরজন অলীপ সাঁতরা পেশায় চাষি। যদিও বাইক চুরির ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত। ধৃতদের রবিবার ঘাটাল মহকুমা আদালতে পাঠানো হয়। চন্দ্রকোনা থানার পুলিশ জানায়, ধৃত দু’জনকে জেরা করে জানা গেছে যে, দু’জনে অন্য জায়গা থেকে চুরি যাওয়া বাইক কম দামে কিনে এনে তা ধান্যগাছীতে তাদের গ্রামে নিয়ে এসে মানুষদের বুঝিয়ে চুরির বাইক বিক্রি করতো। তবে, বাইক চুরির মূল পান্ডার খোঁজ চালাচ্ছে চন্দ্রকোনা থানার পুলিশ। মূল অভিযুক্তও দ্রুত ধরা পড়বে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। চুরি যাওয়া এতো সংখ্যক বাইক একসাথে উদ্ধার হওয়ায় খুশি চন্দ্রকোনাবাসী।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…