দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের নচিপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত ৫ জন! এদের মধ্যে তিনজনকে কেশিয়াড়ি বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে। আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, যারা তাদের উপর আক্রমণ চালিয়েছে তারা আগে বিজেপি করত, সম্প্রতি তৃণমূলে যোগদান করেছে। যারা হামলা চালিয়েছে তারা সকলেই অশোক গোষ্ঠীর লোক বলে আহত তৃণমূল কর্মীরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে জানিয়েছেন। ঘটনার সূত্রপাত, সোমবার দুপুর নাগাদ। নচিপুর অঞ্চল অফিসে ত্রাণের দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে আসেন ফটিক পাহাড়ির অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা। আর এই ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ব্লক সভাপতি অশোক রাউতের অনুগামীদের সঙ্গে বচসা বাধে ফটিক পাহাড়ের অনুগামী কর্মী-সমর্থকদের। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়! ঘটনায় আহত হন পাঁচজন। এদের মধ্যে তিনজনকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে বাকি দু’জনকে সোমবার রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য যে, কেশিয়াড়ি ব্লকে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি, জেলার সাংগঠনিক রদবদল হয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলায় নতুন জেলা সভাপতি, মহিলা সভাপতি ও যুব সভাপতি নিযুক্ত হয়েছেন। অনেকেরই ধারণা ছিল, এরপর গোষ্ঠী বিবাদ হয়তো কিছুটা কমবে। নতুন জেলা সভাপতি ইতিমধ্যে বিভিন্ন ব্লকে ব্লকে সাংগঠনিক বৈঠকও করছেন। তারপরও নারায়ণগড়, কেশিয়াড়ির মতো কিছু জায়গার গোষ্ঠী সংঘর্ষ কিছুতেই বন্ধ করা যাচ্ছেনা! যদিও সোমবারের এই গোষ্ঠী সংঘর্ষের বিষয়টি উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “ভবানীপুর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয়ের পর উল্লাসে মেতে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা, তাতেই অতি উৎসাহী কিছু সমর্থকদের মধ্যে ছোটখাটো গন্ডগোল হতে পারে!” তিনি বিষয়টি কেশিয়াড়ী ব্লক তৃণমূল সভাপতি অশোক রাউতের কাছ থেকে জেনে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।