Politics

পদ্ম-ত্যাগ আদিবাসী মোর্চার একাধিক নেতা সহ ৪৫০ কর্মীর! “সবে শুরু, জেলা থেকেই মুছে যাবে”: সুজয়; “পুলিশ নিরপেক্ষ হোক, ক্ষমতা দেখাবে বিজেপি”: অরূপ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৮ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে আরও ‘শক্তিক্ষয়’ হল বিজেপির। সোমবার বড়সড় ভাঙন হল তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা’র নেতৃত্বে। আদিবাসী মোর্চার ১০ জন নেতা সহ প্রায় ৪৫০ কর্মী পদ্ম-মায়া ত্যাগ করে ঘাসফুল শিবিরে এলেন! উল্লেখ্য যে, ২০১৮’র পর থেকেই এই এলাকায় ব্যাপক শক্তিবৃদ্ধি ঘটেছিল বিজেপি’র। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী প্রায় ৯ হাজার ভোটে লিড পেয়েছিলেন নারায়ণগড় থেকে। রাজ্যে তৃণমূলের বিশাল জয়ের মধ্যেও, নারায়ণগড়ে বিজেপি প্রার্থী হেরেছিলেন মাত্র ৩ হাজার ভোটে! সৌজন্যে ছিল এই এলাকার অধিকাংশ আদিবাসী ও জনজাতি ভোট নিজেদের পকেটে রাখা! সেই আদিবাসী মোর্চার নেতারাই এবার পদ্ম-মায়া ত্যাগ করে ঘাসফুল শিবিরে যোগদান করলেন চার শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে। এর আগেও নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টের হাত ধরে নারায়ণগড়ে বিজেপির ভাঙন হয়েছে! ফলে এই এলাকায় বিজেপির অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হতে চলল! সেই কথাই বললেন শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা। মঙ্গলবার সকালে তিনি বললেন, “এই তো সবে শুরু! শুধু নারায়ণগড় নয়, আগামীদিনে এই জেলাতেই বিজেপির অস্তিত্ব বলে কিছু থাকবে না।”

বিজেপিতে বড়সড় ভাঙন :

প্রসঙ্গত, সোমবার বিকেলে নারায়ণগড়গড় বিধানসভার ৬ নং অঞ্চল থেকে বিজেপি’র পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার এসটি মোর্চার জেলা সহ-সভাপতি রামচন্দ্র টুডু, টিপু টুডু, রমানাথ হাঁসদা, কালীপদ বাস্কে, লক্ষ্মীকান্ত গিরি, বীরেস কোটাল সহ প্রায় ১০ জন নেতৃত্ব তৃনমূল জেলা কার্যালয়ে জেলা সভাপতি সুজয় হাজরা’র হাত ধরে শাসকদলে যোগদান করেন। উপস্থিত ছিলেন, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ, তৃণমূল নেতা গণেশ মাইতি প্রমুখ। রামচন্দ্র টুডু জানান যে, তিনি প্রথমে তৃনমূলে ছিলেন। কিছু মতবিরোধের ফলে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু, বিজেপিতে গিয়ে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না! তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতেই বিজেপি ছেড়েছেন শতাধিক কর্মীদের সঙ্গে নিয়ে। আর এ নিয়ে শিবির ত্যাগ করা বিজেপি নেতা কর্মীদের কটাক্ষ করে জেলা বিজেপি’র সহ সভাপতি অরূপ দাস মন্তব্য করেছেন, “বিধানসভার আগে দলে অনেক বেনোজল প্রবেশ করে গিয়েছিল, কিছু বেরিয়ে যাওয়ায় বিজেপিই শক্তিশালী হবে।” তিনি যোগ করেন, “অনেককেই আবার মামলা দিয়ে কিংবা মামলার ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে। আসলে নারায়ণগড় সহ বিভিন্ন এলাকায় পুলিশ ও সমাজবিরোধীদের নিয়ে তৃণমূল কংগ্রেস দাপট দেখানোর চেষ্টা করছে। তাই, তৃণমূলের জেলা সভাপতিকে বলছি, পুলিশি ক্ষমতার অপপ্রয়োগ না করে আর নারায়ণগড়ে সমাজবিরোধীদের তান্ডব বন্ধ করে, ক্ষমতা দেখান! বুঝে যাবেন ওই এলাকায় বিজেপির শিরদাঁড়ায় কতখানি জোর।” অরূপের দাবি উড়িয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেছেন, “মানুষ তো তৃণমূলের সঙ্গেই আছে, সারা রাজ্য তা জানে! বিজেপি নেতৃত্বকে বলব, আমরা যদি দরজা পুরোপুরি খুলে দিই, বিজেপি দলটাই থাকবেনা। আগামীদিনে আরও বড় চমক অপেক্ষা করছে জেলায়!”

৪৫০ বিজেপি নেতা কর্মীর তৃণমূলে যোগদান :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

15 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago