Politics

Salim in Midnapore: “মাওবাদী আসলে তৃণমূলের ভাড়াটে সৈনিক”! মেদিনীপুরে বিস্ফোরক মন্তব্য মহম্মদ সেলিমের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে:”উনি আগেও বলেছিলেন মাও ফাও কিছু নেই। সেই মাওবাদীকেই উনি ভাড়া করে এনেছিলেন সিপিআইএম কর্মীদের মারার জন্য। বিজেপিও এর সঙ্গে যুক্ত ছিল। নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল সর্বত্র এই ভাড়াটে সৈনিকদের তৃণমূল কাজে লাগিয়েছে। কিষেণ জীকে সেল্টার দিয়েছিল তৃণমূল। ভাড়াটে সৈনিকদের নিয়ে কাজ করতে গেলে তো মাঝেমধ্যে সমস্যা হবেই। এখন তাই হচ্ছে!” জঙ্গলমহলে মাওবাদী ইস্যুতে মেদিনীপুর শহরে দাঁড়িয়ে এমন মন্তব্যই করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মতে, জঙ্গলমহলে সেই সময় মাওবাদীদের ‘ভাড়াটে সৈনিক’ হিসেবে নিয়ে এসেছিল তৃণমূল। তাদের ভরণপোষণের (খানা-পিনা-দানা) দায়িত্বও নিয়েছিল। কিষেণ জীকেও এভাবেই নিয়ে আসা হয়েছিল বলে দাবি তাঁর। পরে অবশ্য, ‘কাজ ফুরোলে’ কিষেণ জী হয়েছেন পুলিশের গুলিতে নিহত!

বৈঠক শেষে নামছেন সেলিমরা :

সেলিমের মতে, সেই সময়ের অনেক মাওবাদী-ই এখন তৃণমূলের নেতা। কিন্তু, ‘ভাড়াটে সৈনিক’ নিয়ে কাজ করলে তো সমস্যা হবেই! প্রতিবাদ হবে। এরপরই বিস্ফোরক মন্তব্য করে সেলিম বলেন, “মাওবাদীদেরও বুঝতে হবে, ভাড়াটে সৈনিক হিসেবে থেকে লাভ নেই!” তবে কি, মাওবাদী আর তৃণমূলের মধ্যে সরাসরি দ্বন্দ্ব বা যুদ্ধের বিষয়টিকেই উসকে দিতে চেয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক? প্রশ্ন তুলেছেন সচেতন রাজনৈতিক মহল। এনিয়ে সেলিমকে কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “পায়ের তলায় মাটি নেই। তাই, শান্তির বাংলায়, উন্নয়নের বাংলায় অশান্তির আকাঙ্ক্ষা করছেন!” এদিকে, ‘অনুপ্রবেশ’ ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা স্বরাষ্টমন্ত্রী-কে এক হাত নেন সেলিম। তিনি বলেন, “সীমানায় গরু পাচার থেকে চোরা চালান, যা যা হচ্ছে এতে যেমন তৃণমূল যুক্ত আছে, তেমনই BJP যুক্ত আছে। যেমন এখানকার মন্ত্রীরা যুক্ত আছে, তেমনই এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার যুক্ত আছে। সেইসঙ্গে যুক্ত আছে BSF।” প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরে এদিন সিপিআইএমের নতুন জেলা সম্পাদকমন্ডলী গঠন করতে এসেছিলেন সেলিম। মীরবাজার কৃষক ভবনে তিনি ১৪ জনের নতুন সম্পাদকমন্ডলী গঠন করেন। সেখান আছেন- সুশান্ত ঘোষ (জেলা সম্পাদক), বিজয় পাল, সত্যেন মাইতি, সমর মুখার্জি, মেঘনাদ ভূঁইয়া, গোপাল প্রামানিক, অশোক সাঁতরা, উত্তম মন্ডল, কমল পলমল, সৌগত পন্ডা, গীতা হাঁসদা, তাপস সিনহা, সুকুমার আচার্য, রামেশ্বর দোলই। বয়সের কারণে বাদ গেছেন দু’জন, ভাস্কর দত্ত এবং কীর্তি দে বক্সী।

সাংবাদিকদের মুখোমুখি সেলিম :

News Desk

Recent Posts

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

12 hours ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

2 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

7 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

1 week ago