দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: “শুভেন্দু অধিকারী নয়, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে অন্য কেউ! শুভেন্দু একবার হারিয়েছে, এবার অন্য কেউ হারাবে।” মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সোমবার মেদিনীপুর শহর লাগোয়া জওহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। পরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শুভেন্দু তো একবার হারিয়েছে আর কত বার হারাবে! এবার অন্য কেউ হারাবে।”
তৃণমূলের তিনটি আসনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলেন, “ও তো আগে থেকেই ঠিক ছিল! সব ঠিকঠাক করেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।” শুভেন্দু’র পেছনে সিআইডি লাগানো প্রসঙ্গ নিয়ে দিলীপ বলেন, “ওসব চলতে থাকবে, ওটা নিয়ে চিন্তা করার বিষয় নেই।” তবে, দিলীপ ঘোষ এদিন অভিষেক প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন! এনিয়ে তিনি বলেছেন, “কাউকে নিয়ে কিছু বলার নেই।” প্রসঙ্গত, মেদিনীপুর শহর লাগোয়া জওহর নবোদয় স্কুলের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। স্কুলের কমিটিতে সাংসদ হিসেবে ওনার থাকার কথা, কিন্তু সেখানে এখনও প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়ের নাম রয়েছে। সাংসদ দিলীপ ঘোষ এনিয়ে বলেন, “জওহর নবোদয় বিদ্যালয় প্রতি জেলায় একটি করে রয়েছে। সাংসদ হিসেবে এখানে আমারই মেম্বার থাকার কথা। কিন্তু, আগের সাংসদের নাম আছে। করোনার জন্য মাঝে কোন মিটিং হয়নি। ছুটি চলছে। বাচ্চারা বাইরে। তবে, গতকাল শিক্ষক দিবস গিয়েছে, শিক্ষকদের সন্মানিত করার এবং তাদের সাথে কথা বলার সুযোগ হলো।”