দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৮ নভেম্বর:’কটাক্ষ’ নাকি ‘পরোক্ষে দলে আহ্বান’? জল্পনা চলছে তৃণমূলেরই অন্দরে। কারণ, বক্তা স্বয়ং মমতা মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা একদা শুভেন্দু ঘনিষ্ঠ তমলুকের বর্তমান বিধায়ক ও মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার নন্দীগ্রামের সীতানন্দ কলেজ মাঠের একটি সভায় সৌমেন বলেন, “বিজেপি-তে ক্রমেই একা হয়ে পড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের মুখে তাঁর হাত ধরে যাঁরা বিজেপি-তে চলে গিয়েছিলেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূলে ফিরছেন। শেষ পর্যন্ত একাকীত্ব নিয়ে তিনি বিজেপি-তে থাকবেন, নাকি তৃণমূলে ফিরবেন, সেটাই এখন দেখার”! একেবারে শুভেন্দু’র গড়ে দাঁড়িয়ে মেদিনীপুরের মন্ত্রী তথা দলের প্রাক্তন জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ‘নতুন জল্পনা’! তবে কি, যেকোনও দিন, যেকোনও সময় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’ও তৃণমূলে ফিরতে পারেন? সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না, কট্টর শুভেন্দু অনুগামী থেকে শুরু করে কট্টর শুভেন্দু বিরোধী দুই মেদিনীপুরের অনেক নেতাই। যদিও, পূর্ব মেদিনীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রলয় পাল এ নিয়ে ‘সংবাদমাধ্যমে’ জানিয়েছেন, “নন্দীগ্রামের মানুষের কাছে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা অপরিসীম। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েও মাথা উঁচু করে ভোটে জিতেছেন তিনি। তিনি নন্দীগ্রাম-সহ যেখানেই যান, মানুষের ঢল নামে সেখানে। আগামী দিনে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের জন্য পথ দেখাবেন শুভেন্দুই।”

thebengalpost.net
নন্দীগ্রামের সভায় মন্ত্রী সৌমেন মহাপাত্র :

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার নন্দীগ্রামের সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিবিআইকে ‘অপব্যবহার’-এর অভিযোগে সরব হন তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ান সৌমেন মহাপাত্র, দোলা সেন, পূর্ণেন্দু বসু, অখিল গিরি প্রমুখ। এক ধাপ এগিয়ে সৌমেন বলেন, “শুভেন্দুর বিরোধী দলনেতার আসন এখন টলমল করছে! কারণ সবাই যদি বিজেপি ছেড়ে চলে আসেন, তখন একা শুভেন্দুবাবু বিরোধী দলনেতার পদ হারাবেন। বিশেষ করে বিজেপি-র বিধায়ক সংখ্যা যে ভাবে কমছে, তাতে যে কোনও সময় তারা ৩০-এ নেমে আসতে পারে। তখন সংবিধান অনুযায়ী শুভেন্দু আর বিরোধী দলনেতা থাকবেন না”। পাশাপাশি, শুভেন্দুকে কটাক্ষ করে মন্ত্রী ড. সৌমেন মহাপাত্র বলেন, “একা শুভেন্দু তখন বিজেপি-তে থেকে আর কী করবেন? তবে উনি তৃণমূলে আসতে চাইবেন কি না, সেটা সময়ই বলবে”! আর, তাঁর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে ফের একবার তৈরি হয়েছে নতুন জল্পনা। যদিও, স্বয়ং শুভেন্দু অধিকারী তাঁর প্রতিটি পদক্ষেপ ও বক্তৃতায় এখনও অবধি কড়া-তৃণমূল বিরোধিতার পরিচয়ই দিয়ে চলছেন। তবে, রাজনীতিতে কোনো কিছুই যে ‘অসম্ভব’ নয়, তা বলার জন্য এখন আর বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই!

thebengalpost.net
নন্দীগ্রামের সভায় তৃণমূল নেতৃত্ব :