নবীন কুমার ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: বিজেপির থেকে ছিনিয়ে নেওয়া চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের ভবানী দে। বুধবার উপপ্রধান নির্বাচিত হল। ভোটাভুটির নিরিখে জয়ী হন তারকনাথ বেরা। এনিয়ে গত ১৫ সেপ্টেম্বরই বেঙ্গল পোস্ট ডিজিটাল মিডিয়া’তরফে আগাম ইঙ্গিত প্রকাশ করা হয়েছিল! যদিও, স্থানীয় তৃণমূলের একটি গোষ্ঠীর মধ্যে তারকনাথ-কে নিয়ে ক্ষোভ আছে। তবে, জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও বিধায়িকা জুন মালিয়া ব্লক সভাপতি গৌতম দত্তকে এরকমই নির্দেশ দিয়ে রেখেছিলেন বলে জানা যায়। ব্লক সভাপতিও তাঁর ‘লেটারপ্যাডে’ জানিয়েছিলেন, অঞ্চল সভাপতিকে। তবে, সেই নির্দেশ অমান্য করে, বাহুবল খাটিয়ে ভোটাভুটির নিরিখে পঞ্চায়েত গঠন করবার চেষ্টা চালিয়েছিলেন এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি, এমনই অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে!

thebengalpost.net
নেতৃত্বের উচ্ছ্বাস :

প্রসঙ্গত, চাঁদড়ার ১০ পঞ্চায়েত সদস্যদের মধ্যে ৭ টি ভোট পান উপপ্রধান তারকনাথ বেরা। ৩ টি ভোট পান প্রতিদ্বন্দী সুদীপ নায়েক (বিজেপি থেকে আগত পঞ্চায়েত সদস্য)। জয়যুক্ত হওয়ার পরে অঞ্চল অফিসের সামনে বিপুল জনসমর্থন এগিয়ে এলো তারকনাথ ওরফে ঝাঁপু’র পক্ষে। তারকনাথ বলেন, “এই জনসমর্থন আমি পাব, তা জানতাম! আমি বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী। ভোটাভুটি নির্বাচনটাকে’ই মেনে নিয়ে আমার এই জয়। পলিটিক্যাল গতভাবে এই এলাকা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল দীর্ঘ তিন বছর। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই সেই ক্যান্সার সারিয়ে ফেলব। আমি আগে প্রধান থাকাকালীন উন্নয়নগত কিছু কাজ বকেয়া থেকে গেছে। লক্ষ্য, সবার আগে সেগুলো পূর্ণতা দেওয়া এবং সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী গড়ে তোলা।” তৃণমূলের ব্লক সভাপতি গৌতম দত্ত বলেন, “মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা ও বিধায়িকা জুন মালিয়ার স্পষ্ট নির্দেশ ছিল তারকনাথ বেরাকে’ই উপ প্রধান হিসেবে মনোনীত করবার। তা আমি আমার ‘লেটার প্যাডে’ লিখিত জানিয়েছিলাম অঞ্চল সভাপতি মানস দে’কে। এমনকি তাতে স্পষ্ট লেখাও ছিল, বিজেপি থেকে আগত পঞ্চায়েত সদস্যদের সম্মানের সহিত শৃংখলাবদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্য থেকে উপপ্রধান নির্বাচিত হবে না। শাসকদলের দলীয় প্রতীক থেকে যারা ‘জয়-যুক্ত’ হয়েছেন তাদের থেকেই উপ প্রধান হিসেবে মনোনীত করা হবে। তারকনাথের নাম উল্লেখ করে দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, এখানে এসে দেখি তার উল্টো পথে হেঁটে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত’কে অমান্য করাতে আমি খুবই মর্মাহত! জেলা নেতৃত্বকে তা জানিয়েছি।”

thebengalpost.net
কর্মীদের কাঁধে চেপে তারকনাথ বেরা :