Politics

Midnapore: কালীপুজোর আগেই পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় তৃণমূলের মূল সংগঠন সহ শাখা সংগঠনের শীর্ষস্তরে রদবদলের সম্ভাবনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: কালীপুজো তথা দীপাবলি-র পরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, “১৬ নভেম্বর আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডেকেছি। ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে আন্দোলনের রূপরেখা কী হবে। টাকা (১০০ দিনের কাজের) না দিলে আন্দোলন চরম রূপ নেবে। প্রোগ্রামের রূপরেখা ১৬ তারিখ ঘোষণা করব।’’ মমতা এও জানান, তাঁর বাড়িতে কালীপুজো রয়েছে৷ এছাড়া, ভাইফোঁটাও রয়েছে৷ সেই সব ভেবেই একটু পরের দিকে এই দিন স্থির করা হয়েছে৷ অন্যদিকে, দলেরই বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, আগামী দু-এক সপ্তাহের মধ্যে জেলা সংগঠনের একেবারে শীর্ষস্তরে রদবদল হতে চলেছে! সেক্ষেত্রে কালীপুজোর আগেই মূল সংগঠন (মাদার সংগঠন) সহ বিভিন্ন শাখা সংগঠনের নতুন সভাপতি (মূল সংগঠনের ক্ষেত্রে চেয়ারম্যানও)- দের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।

মে মাসে শালবনীতে নবজোয়ার কর্মসূচিতে (ফাইল ছবি):

জানা যায়, তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন সহ যুব সংগঠন, মহিলা সংগঠন প্রভৃতির ‘নতুন’ সভাপতিদের নাম আগামী ১০-১২ দিনের মধ্যেই (কিংবা তার আগে-পরে) ঘোষণা করা হতে রাজ্য তৃণমূলের তরফে। মূল সংগঠনের সভাপতি ছাড়াও চেয়ারম্যানদের নামও ঘোষণা করা হবে। পশ্চিম মেদিনীপুরের দু’টি সাংগঠনিক জেলাতেও বেশ কিছু পদে রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা বলেই সূত্রের তরফে দাবি করা হয়েছে। রদবদল হতে পারে মূল সংগঠন ছাড়াও শাখা সংগঠনগুলিতেও। উল্লেখ্য যে, এই মুহূর্তে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদে আছেন সুজয় হাজরা। চেয়ারম্যান দীনেন রায়। ২০২১ সালের আগস্ট (১৬ আগস্ট) মাস থেকে এই দায়িত্বে আছেন তাঁরা। যুব সংগঠনের সভাপতি সন্দীপ সিংহ এবং মহিলা সংগঠনের সভাপতি মামণি মাণ্ডি। এক্ষেত্রে, বেশ কয়েকজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংগঠনের অন্য কোথাও পুনর্বাসন দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রের খবর। তবে, সবটাই যে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হবে তাও দল ও পরামর্শদাতা টিমের বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ঘাটালের সভাপতি ও চেয়ারম্যান যথাক্রমে- আশিস হুদাইত ও অমল পন্ডা। আশিস-কে ইতিমধ্যে জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ করেছে দল। প্রথমে কর্মাধ্যক্ষ করার কথা ভাবা হলেও বাদ পড়েছেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। এক্ষেত্রে রদবদল ঠিক কিভাবে করা হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন ঘাটাল সংগঠনের আপামর তৃণমূল কর্মী-সমর্থকেরা। এছাড়াও, স্বয়ং দলনেত্রীর নির্দেশে দুই সাংগঠনিক জেলার আহ্বায়ক বা কো-অর্ডিনেটর পদে আছেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। তাঁকে ওই পদেই বহাল রাখা হয়, নাকি অন্যত্র পুনর্বাসন দেওয়া হয়; তাও জেলা তৃণমূলের বিভিন্ন মহলে এই মুহূর্তে আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে!

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

6 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago