দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরই বিজেপির পঞ্চায়েত সদস্যাকে হুমকি দেওয়া হয়েছিল, ধর্ষণ করে খুন করা হবে! এবার সেই সংক্রান্ত ‘লিফলেট’ ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠলো শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত যফলা গ্রাম পঞ্চায়েতের। বিজেপি পঞ্চায়েত সদস্যা গোলাপ রায় দেহরি’কে উদ্দেশ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে, খড়্গপুর গ্রামীণ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা নেত্রী।
ঔ
বিজেপির পঞ্চায়েত সদস্যা তথা মহিলা নেত্রীর অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দিয়ে হ্যান্ডবিল বা লিফলেট ছড়িয়ে দেয়। পুলিশকে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ। এমনটাই অভিযোগ করা হয়েছে পঞ্চায়েত সদস্যা গোলাপ রায় দেহারি তরফ থেকে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস বলেন, “শপথ নেওয়ার পর মাননীয়া বলেছিলেন, এই ধরনের কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয়ার মুখের কথা মুখেই রয়ে গেছে!” জেলা সাধারণ সম্পাদক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন, “অবিলম্বে তৃণমূলের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে, বড়সড় আন্দোলনের ডাক দেবেন তাঁরা।” ‘সবটাই মিথ্যে অভিযোগ’, বলছে তৃণমূল।