Protest

Protests: প্রশাসনের উপর আস্থা নেই! পশ্চিম মেদিনীপুরের বেহাল রাস্তায় ইট পাতলেন অধ্যাপক থেকে স্থানীয় যুবকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: প্রশাসনের উপর আস্থা হারিয়ে, অবশেষে বেহাল গ্রামীণ রাস্তা মেরামতির দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিলেন এলাকাবাসী। ইট-পাথর জোগাড় করে রাস্তা মেরামতি করলেন নিজেদের মতো করে। গ্রামবাসীদের এই উদ্যোগ যে আসলে প্রশাসনের বিরুদ্ধেও নীরব প্রতিবাদ, তা বলাই বাহুল্য! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের বড়শিমুলিয়া গ্রামের। গ্রাম থেকে শহরাঞ্চলের সাথে একমাত্র যোগাযোগকারী গ্রামীণ রাস্তার বেহাল দশা! গ্রাম পঞ্চায়েতে বারবার জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায়, অবশেষে মঙ্গলবার রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন গ্রামের বাসিন্দারাই। ইট পাথর দিয়ে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামতিতে হাত লাগালেন নিজেরাই।

জানা যায়, এই বড়শিমুলিয়া গ্রামের রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় দাসপুর ১ নম্বর ব্লকের মহব্বতপুর, বড়শিমুলিয়া, সাগরপুর, নবীনসিমলা সহ ৭-৮ টি গ্রামের লোকজনদের। এই গ্রামীন রাস্তা দিয়েই রাজ্য সড়ক ধরে যেতে হয় ঘাটাল ও দাসপুর ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায়। তাছাড়াও, গ্রামের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সহ সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদেরও যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। আর সেই রাস্তাই দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার মোরাম উঠে গিয়ে কাদামাটির রাস্তায় পরিণত হয়েছে। এদিকে, রাস্তা মেরামতের জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায়, মঙ্গলবার গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতির কাজ শুরু করেন। আর সেই কাজে হাত লাগান গ্রামের অধ্যাপক থেকে শুরু করে শিক্ষিত যুবক- সকলেই। যদিও, এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ক্যামেরার সামনে কেউ মুখ না খুললেও, দাসপুর ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্রের দাবি, ওই এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। বর্তমানে, গ্রাম পঞ্চায়েতে সেই ধরনের কোন ফান্ড-ও নেই যে, রাস্তা মেরামতের কাজ করা যাবে। এই রাস্তা মেরামতের জন্য জেলা প্রশাসনকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আর, তা মঞ্জুর হলেই রাস্তার কাজ শুরু হবে। তবে, গ্রামবাসীদের এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তিনি।

বেহাল রাস্তায় ইট পাতলেন স্থানীয়রা:

অন্যদিকে, উন্ননয়ের জোয়ারে বেহাল দশা দাসপুর-২ নং ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়চক মৌজার রাস্তাতেও। রাস্তা না চাষের জমি বোঝা মুশকিল! গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তায় হাঁটাই যায়না, আর গাড়ি ঘোড়া ঢুকবে কি করে! মঙ্গলবার তাই বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়া সহ অভিভাবক, স্থানীয় মানুষ সহ সকলেই। দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ চলে বলে জানা যায়। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৭ সালে বন্যার কারনে রাস্তাটি নষ্ট হয়। তারপর থেকে কোনোরকম সংস্কারের কাজ হয়নি। দীর্ঘ চার বছর ধরে ক্রমশ বেহাল হতে হতে এখন খানা খন্দ, কাদা জলে পূর্ণ নরকে পরিনত হয়েছে সেই রাস্তা! নাজেহাল এলাকার সাতটি বুথের মানুষ। এর আগেও বেহাল রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ সহ পথ অবরোধ করেছিলেন এলাকার মানুষ। তবুও, প্রতিকারের উদ্যোগ নেই প্রসাশনের! তাই মঙ্গলবার ফের পথ অবরোধ করতে বাধ্য হন তাঁরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।

দাসপুর-২ নং ব্লকের এই বেহাল রাস্তা ঘিরেই বিক্ষোভ:

বিক্ষোভে অংশগ্রহণ ছাত্র-ছাত্রীদের’ও :

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

2 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

3 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

4 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

5 days ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

6 days ago

Midnapore: বেকসুর খালাস, ১৫ বছর পর ‘জেলমুক্ত’ ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…

6 days ago