Purba Medinipur

Medinipur: বেঙ্গালুরু-বিস্ফোরণ কাণ্ডে জড়িয়ে গেল মেদিনীপুরের নাম! দীঘার হোটেল থেকে গ্রেফতার দুই জঙ্গি; ধৃতদের মধ্যে একজন আবার IT ইঞ্জিনিয়ার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ‘ভয়াবহ’ আইইডি বিস্ফোরণ কাণ্ডে জড়িয়ে গেল মেদিনীপুরের (অখন্ড মেদিনীপুর) নাম! ঘটনার প্রায় দেড় মাস পর বিস্ফোরণ-কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ মুসাভির হোসেন সাজিব এবং আব্দুল মতন ত্বহা নামে দুই জঙ্গীকে পূর্ব মেদিনীপুরের দীঘার একটি হোটেল থেকে গ্রেপ্তার করল এনআইএ (NIA)। যৌথ অভিযানে এনআইএ-কে যোগ্য সঙ্গত করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও। শুক্রবার কাকভোরে ‘সৈকত সুন্দরী’ দীঘার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে তদন্তকারীদের একটি সূত্রে জানা গেছে। বছর ৩০-র ধৃত এই দুই জঙ্গিই কর্নাটকের শিবামগ্গা জেলার তীর্থাহল্লি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে এই ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে গ্রেফতার করেছিল NIA।

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই জঙ্গি:

NIA সূত্রে এও জানা গিয়েছে, আব্দুল মতিন ত্বহা পেশায় একজন তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার (IT Engineer)। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল সে। নিজেকে ভিগনেশ বলে পরিচয় দিয়েছিল ত্বহা। অন্যদিকে, সাজিবেরও বয়স ৩০ বছর। বরাবরই জিন্স-টি শার্ট পরে সে। হাতে সর্বদা থাকে কালো স্মার্ট ওয়াচ। যা তাকে পাকড়াও করার ক্ষেত্রে বড় অস্ত্র হয়েছে তদন্তকারীদের। দু’জনের মাথার উপর ১০ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করেছিল NIA। প্রসঙ্গত, গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার মূল চক্রী এই দু’জন বলে তদন্তকারীদের দাবি। ভয়াবহ ওই নাশকতায় কমপক্ষে ১০ জন আহত হয়েছিলেন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। মুখে মাস্ক পরা ছিল। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায়। টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে।

ধৃত দুই জঙ্গি:

বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা-র সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগকেও সতর্ক করে দেওয়া হয়েছিল NIA-র তরফে। অবশেষে ঘটনার প্রায় দেড় মাস পর পশ্চিমবঙ্গ পুলিশ তথা পূর্ব মেদিনীপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জানান, “যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। আমাদের কাছে ইনফরমেশন আসার দু’ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি বিস্তারিত বিষয় তদন্তকারী এজেন্সি (NIA) বলবে।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, দীঘায় আসার আগে গত ১৩ মার্চ খোদ কলকাতার লেনিন সরণির একটি হোটেলে ‘ভুয়ো পরিচয়পত্র’ দিয়ে এই দুই দুষ্কৃতী রাত কাটিয়েছিল বলে তদন্ত সূত্রে উঠে এসেছে। ১৪ মার্চ তারা ওই হোটেল থেকে চেক আউট করে।

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

11 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago