তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: ফেসবুক (Facebook)-এ তিন বছর ধরে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের টানেই সুদূর ঝাড়খন্ড থেকে পশ্চিম মেদিনীপুরে চলে এসেছিল নাবালিকা। শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে নিয়ে গেল ঝাড়খন্ড পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১নং ব্লকের ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে গেল ঝাড়খন্ড পুলিশ। জানা যায়, গত ৩-মে ঝাড়খন্ড রাজ্যের ধানবাদের কাতরাস এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে ধানবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সেই সূত্র ধরেই ধানবাদ জেলার পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের সৌমেন দাসের বাড়ি থেকে বছর ১৭’র ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়।
শনিবার, ধানবাদ জেলার পুলিশের সাথে ক্ষীরপাই আউট পোস্টের পুলিশও যৌথভাবে অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে সন্ধ্যা নাগাদ ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩-মে ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, ফেসবুক-মাধ্যমে ওই নাবালিকার সঙ্গে ক্ষীরপাই পৌর এলাকার যুবক সৌমেন দাসের যোগাযোগ হয়। তিন বছর ধরে বন্ধুত্ব। তা থেকেই প্রেম। প্রেমের টানেই নাবালিকা ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ থেকে চলতি মাসের শুরুতে পালিয়ে আসে মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌর এলাকায়। সৌমেনের বাড়িতেই ছিল বলে জানা যায়। শেষ পর্যন্ত, শনিবার সন্ধ্যায় নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১০ আগস্ট: বোমা ছোঁড়ার পর ৪২ কিলোমিটার দৌড়ে ধরা পড়েছিলেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…