Railway

Kharagpur Train: আপাতত বাতিল করা হল খড়্গপুর-বেলদা ও দীঘা-পাঁশকুড়া মেমু! জরুরি বিজ্ঞপ্তি রেলের, তবে চালু হচ্ছে সাঁতরাগাছি-পুরী ভায়া খড়্গপুর স্পেশাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ আগস্ট: আজ, মঙ্গলবার (৯ আগস্ট) থেকে চালু হওয়ার কথা ছিল পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া (০৮১৩৭/০৮১৩৮) মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন-টির। তবে, অনিবার্য কারণবশত তা চালু হয়নি। মঙ্গলবার বিকেলে খড়্গপুর ডিভিশনের ডিআরএম মনোরঞ্জন প্রধান বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, “৯ আগস্ট থেকে পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি চালু হওয়ার কথা থাকলেও, তা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়ার আগে অবধি এই ট্রেন চলবেনা।” একই কথা জানানো হয়েছে, খড়্গপুর-বেলদা-খড়্গপুর মেমু (০৮০৬৫/০৮০৬৬)’র ক্ষেত্রেও, যা আগামীকাল অর্থাৎ বুধবার (১০ আগস্ট) থেকে চালু হওয়ার কথা ছিল। তা এখনই চালু হচ্ছেনা! কিন্তু, কবে থেকে চলবে এই ট্রেন দুটি, সেই বিষয়ে খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তি রেলের:

তবে, কি কারণে, পুরানো বিজ্ঞপ্তি বা সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, তার সঠিক কারণ অবশ্য জানানো হয়নি রেলের তরফে। প্রতিকূল আবহাওয়া না অন্য কোনো কারণ, সেই বিষয়ে সন্দিহান সংশ্লিষ্ট সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর বেলদা মেমু প্যাসেঞ্জার (০৮০৬৫) খড়্গপুর থেকে ছাড়ার কথা ছিল রাত্রি সাড়ে ৯ টায় এবং বেলদায় পৌঁছনোর কথা রাত্রি ১০ টা ১৫ মিনিটে। উল্টোদিক (০৮০৬৬) থেকে, বেলদায় এই ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৬ টায় এবং খড়্গপুরে পৌঁছনোর কথা সকাল ৬ টা ৫৫ মিনিটে। অন্যদিকে, আজ, মঙ্গলবার থেকে যে পাঁশকুড়া-দীঘা (০৮১৩৭) মেমু চলার কথা ছিল, তা প্রতিদিন পাঁশকুড়া থেকে সন্ধ্যা ৬টা ২০-তে ছেড়ে দীঘা পৌঁছনোর কথা রাত্রি ৮ টা ৫০ মিনিটে। উল্টোদিক থেকে এই ট্রেন (০৮১৩৮) দীঘা থেকে সকাল ৬ টা ৫০-এ ছেড়ে, সকাল ৯ টা ১৫ মিনিটে পাঁশকুড়া পৌঁছনোর কথা। তবে, আপাততো এই ট্রেন দুটি বাতিল করা হয়েছে।

এদিকে, দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে একটি সুখবর দেওয়া হয়েছে। তা হল- সাঁতরাগাছি-পুরী-সাঁতরাগাছি (০২৮৩৭/০২৮৩৮) স্পেশাল ট্রেন আগামী ১২ আগস্ট (শুক্রবার) থেকে চলবে। দক্ষিণ পূর্ব রেল ও খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ০২৮৩৭ সাঁতরাগাছি পুরী স্পেশাল রাত্রি ১০ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৭ টায় তা পুরী পৌঁছবে। অন্যদিকে, পুরী থেকে রাত্রি ১১ টা ৫৫ মিনিটে ছেড়ে পরদিন তা সকাল ৯ টায় পৌঁছবে। স্বাভাবিকভাবেই এই ট্রেন খড়্গপুর-বেলদা’র উপর দিয়ে যাবে, তাই কিছুটা হলেও খুশি ভ্রমণপ্রিয় পশ্চিম মেদিনীপুর বাসী।

চালু হচ্ছে সাঁতরাগাছি-পুরী ভায়া খড়্গপুর স্পেশাল ট্রেন:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago