দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে অতিবৃষ্টিতে আদ্রা ডিভিশনের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশাল ও মেদিনীপুর স্টেশনের মধ্যবর্তী জায়গায় রেললাইনে ভয়াবহ ধস নামলো। প্রায় ১০০-১৫০ মিটার এলাকাজুড়ে এই ভূমি ধস নামে। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। মেরামতির কাজ শুরু করেছেন রেল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।

thebengalpost.net
রেললাইনে ভয়াবহ ধস :

জানা গেছে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু ও গোদাপিয়াশাল এলাকার মধ্যবর্তী স্থানে রেললাইনে ভয়াবহ ভূমিধস দেখতে পান এলাকাবাসী। তারপরই, নিকটবর্তী গোদাপিয়াশাল স্টেশনে খবর দেন তাঁরা। পৌঁছয় শালবনী থানার পুলিশ ও রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়। আপ লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তবে, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।

thebengalpost.net
শালবনী এলাকায় রেললাইনে ভয়াবহ ধস :