thebengalpost.net
মেদিনীপুর স্টেশনের সেই ঘটনা :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ নভেম্বর: একেই বলে রাখে হরি তো মারে কে! মেদিনীপুর স্টেশনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন এক বৃদ্ধ। সৌজন্যে এক RPF কনস্টেবলের সাহসিকতা ও তৎপরতা। স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬.৪৩ নাগাদ মেদিনাপুর-হাওড়া লোকাল (৬.৩৫ এর লোকাল) যখন মেদিনীপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল, সেই সময় বাদল নাগ নামে বছর ৭০ এক যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন৷ কিন্তু, দুর্ভাগ্যবশত তাঁর হাত পিছলে যায় এবং ভারসাম্য হারিয়ে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। আর কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলেই তিনি প্ল্যাটফর্ম (Platform) থেকে পড়ে যেতেন রেল লাইনের নীচে এবং চলন্ত ট্রেনে পিষ্ট হয়ে যেতেন! কিন্তু, মুহূর্তে দেবদূত রূপে হাজির হন কর্তব্যরত কনস্টেবল সন্দীপ ধল। তিনি ওই বৃদ্ধকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন!

thebengalpost.net
মেদিনীপুর স্টেশনের সেই ঘটনা :

উল্লেখ্য যে, এর আগেও মেদিনীপুর স্টেশনের এক আরপিএফ জওয়ানের তৎপরতায় প্রাণ বেঁচেছিল এক ব্যক্তির। এদিনও ২ নং প্ল্যাটফর্মে ঘটনাটি লক্ষ্য করার সাথে সাথেই মেদিনীপুর আরপিএফ পোস্টের কর্তব্যরত কনস্টেবল সন্দীপ ধল দৌড়ে গিয়ে বৃদ্ধকে চলন্ত ট্রেনের সামনে থেকে টেনে তুলে নিয়ে আসেন এবং তাঁর জীবন রক্ষা করেন। সতর্ক RPF কনস্টেবলের তৎপরতায় মেদিনীপুর স্টেশনের এই দুঃসাহসিক ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই শহরবাসী ওই জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন! মেদিনীপুর স্টেশন কর্তৃপক্ষও ওই আরপিএফ জওয়ানকে বাহবা দিচ্ছেন এই সাহসিকতার জন্য।

thebengalpost.net
আরপিএফ জওয়ান সন্দীপ ধল (ছবি- সংগৃহীত) :