Railway

Kharagpur Railway: বালিচকে বীরগাথা! ‘জীবন’ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, খড়্গপুর রেলের ‘গর্ব’ এখন সতীশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: বৃহস্পতিবার ‘ভোরের আলো’ ফুটতে না ফুটতেই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এক বৃদ্ধকে ফিরিয়ে আনলেন বছর তিরিশের রেলকর্মী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে নতুন জীবন দান করলেন খড়্গপুরের বাসিন্দা, পেশায় রেলকর্মী সতীশ কুমার (H. Satish Kumar)। তাঁর এই বীরগাথা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সারা ভারতবাসী তাঁকে কুর্নিশ জানাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে সাহসিকতার সম্মানে সম্মানিত করতে ভুল করলোনা দক্ষিণ পূর্ব রেলওয়ে’র (South Eastern Railway) খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)-ও। খড়্গপুর ডিভিশনের ডিআরএম (DRM) মনোরঞ্জন প্রধান স্বয়ং সতীশকে সম্মানিত করেছেন।

সিসিটিভি ফুটেজের অংশ (ডানদিকে বৃদ্ধকে নিয়ে সতীশ):

পুরস্কৃত সতীশ কুমার :

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) বালিচক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দু’নম্বর ট্র্যাকে হাওড়া থেকে খড়্গপুরের দিকে আসছিল। সেই সময় সিগন্যালের দায়িত্বে ছিলেন পয়েন্টসম্যান সতীশ কুমার (H. Satish Kumar)। তিনি যখন সিগন্যাল দেখিয়ে লাইন ক্লিয়ার করছিলেন, ঠিক সেই সময়ই দেখতে পান, এক বৃদ্ধ ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে গেছেন। ঠিক তখনই পণ্যবাহী ট্রেনটি দ্রুত গতিতে ধেয়ে আসছিল স্টেশনের দিকে! কর্তব্যরত সতীশ আর অগ্রপশ্চাৎ না ভেবে, ত্বরিত গতিতে প্রায় ২০-৩০ মিটার ছুটে গিয়ে একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিয়ে বৃদ্ধকে সরিয়ে নিয়ে যান। আর, তার মাত্র ৪ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই দ্রুতগতিতে ওই ট্রেনটি তাঁদের পাশ করে! বৃহস্পতিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনে এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটে যায়। কিছুক্ষণ পর সেই সিসিটিভি ফুটেজ রেলের তরফে প্রকাশিত হতেই ধন্যি ধন্যি রব ওঠে সর্বত্র! সাত সকালেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অমূল্য এক প্রাণ বাঁচানোয় সতীশকে পুরস্কৃত করেছেন খড়্গপুর ডিভিশনের ডিআরএম স্বয়ং। আর, খড়্গপুর তথা অবিভক্ত মেদিনীপুরের ‘গর্ব’ সতীশ জানিয়েছেন, “আমি আমার কর্তব্য করেছি মাত্র!”

প্ল্যাটফর্মে সতীশ কুমার:

প্রাণ বাঁচালেন সতীশ :

সতীশ কুমার:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago