দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ নভেম্বর: রেল সুরক্ষা বাহিনী (RPF)-র তৎপরতায় ৬ আন্তঃরাজ্য মোবাইল চোর তথা পাচারকারীকে পাকড়াও করা হল ‘রেল শহর’ খড়্গপুরে। উদ্ধার করা হয়েছে ৩০২টি মোবাইল। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। এছাড়াও, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা এবং একটি আর্তিগা চারচাকা গাড়ি। ‘অপারেশন যাত্রী সুরক্ষা’ অভিযানে খড়্গপুর রেল সুরক্ষা বাহিনী (RPF) মঙ্গলবার এই সাফল্য পায়।

thebengalpost.net
উদ্ধার হওয়া মোবাইল এবং টাকা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর RPF-র তরফে জানানো হয়েছে, সোমবার (২৫ নভেম্বর) রাতে ১৮০৪৬ ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস (হায়দ্রাবাদ-শালিমার) যখন খড়্গপুরের দিকে আসছিল, সেই সময়ই A-2 কামরার ২নং ও ৩নং সিটে ভ্রমণরত দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয় ওই কামরায় কর্তব্যরত দুই লেডি কনস্টেবলের। ওই দুই যাত্রী সিটের নিচে থাকা নিজেদের ব্যাগ বারবার লুকানোর চেষ্টা করছিল বলে লেডি কনস্টেবলদের মনে হয়। এরপরই, তাদের চেপে ধরেন লেডি কনস্টেবল রিঙ্কু বাদল এবং সঙ্গীতা দেবী। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ওই দুই যাত্রী। ওই যাত্রীদের মধ্যে একজন হল পুলি ভানেশ নামে বছর ৩০-র এক যুবক এবং অপরজন হল সতপতি মহালক্ষ্মী নামে বছর ৪০-র এক মহিলা। তাদের কাছে থাকা ৩টি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০২টি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করেন লেডি কনস্টেবলরা। সেই সঙ্গে নিজেদের সঙ্গীদের সম্পর্কেও জানিয়ে দেয় পুলি ভানেশ এবং সতপতি মহালক্ষ্মী। এরপরই, অভিযানে নামে খড়্গপুর রেল সুরক্ষা বাহিনী। তল্লাশি চালিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকা (স্টেশনের দক্ষিণ প্রান্ত থেকে) থেকে একটি আর্তিগা গাড়ি সহ আরও চার আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ বাহিনী।

thebengalpost.net
পাচারকারীদের আর্তিগা গাড়ি:

এই চার অভিযুক্ত হল যথাক্রমে- ব্রহ্ম দেব যাদব (৪০ বছর); সৈয়দ মহম্মদ উমর নিজামী (২৮ বছর); সালামত আলি (৩০ বছর) এবং আসরাফ আলি (৪৭ বছর)। এই অভিযানে নেতৃত্ব দেন RPF-র হেড কনস্টেবল বিজয় যাদব, কনস্টেবল সুশীল কুমার, এসআই বি. সিংহ, এএসআই এস.কে. পান্ডে, সি রবিকান্ত এবং সি বিকাশ। যদিও, এই ‘যাত্রী সুরক্ষা’ অভিযানের সাফল্যের পেছনে যে দুই লেডি কনস্টেবল রিঙ্কু বাদল এবং সঙ্গীতা দেবী-র অবদান অনস্বীকার্য; তা বলাই বাহুল্য! মঙ্গলবার সন্ধ্যায় ধৃতদের খড়গপুর GRP-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই আন্তঃরাজ্য মোবাইল চোর তথা পাচারকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। বুধবার তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে রেল পুলিশ।

thebengalpost.net
ধৃতরা: