দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: সম্প্রতি মেদিনীপুর-হাওড়া লোকালের মহিলা কামরায় এক যুবকের হস্তমৈথুন সহ অভব্য আচরণের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দিন চারেক আগের সেই ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নড়চড়ে বসল রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়ায় তৈরি হল আরপিএফের (RPF) এর বিশেষ মহিলা বাহিনী। এই বাহিনী এবার মহিলা কামরার সুরক্ষা দেখভাল করবে। হাওড়া আরপিএফের বিভিন্ন পদ থেকে বাছাই মহিলা কর্মীদের নিয়ে গড়ে উঠল এই বাহিনী। প্রসঙ্গত, মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনের ঘটনায় পরই মহিলাদের নিরাপত্তায় গাফিলতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এরপরই তড়িঘড়ি হাওড়ায় তৈরি হয় ‘মাতঙ্গিনী’ বাহিনী। RPF মহিলা জওয়ানদের নিয়ে এই বাহিনীর কর্মীরা মহিলা বগির সুরক্ষায় কাজ শুরু করেছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রচার থেকে অসুবিধার মধ্যে পড়লে মহিলারা কী পদক্ষেপ নেবেন, কোন ফোন নম্বরে যোগাযোগ করবেন। সংঘবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার একাধিক পাঠ দেওয়ার পাশাপাশি মহিলা কামরায় চড়ে বসা পুরুষ যাত্রীকে আটক করাও শুরু করেছে। মহিলা ওই RPF বাহিনী অভিযুক্ত পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করতেও পারবেন। ১৩৯ নম্বরে নিরাপত্তার জন্য আবেদন এলে সঙ্গে সঙ্গে হাজির হতে হবে মহিলা আরপিএফকে। মহিলা সুরক্ষা কর্মীদের জামায় লাগানো থাকবে ‘বডি ওয়ার্ন ক্যামেরা’।
লোকাল ট্রেনের মহিলা সংরক্ষিত কামরায় পুরুষ যাত্রীদের ওঠা বন্ধ করতেই বিশেষ বাহিনী গড়ল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। মাতঙ্গিনী বাহিনী নামে সেই দল মহিলা সুরক্ষা হেল্পলাইন ১৩৯-এ কোনও ফোন এলেই সেখানে পৌঁছে যাবেন। দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগে থেকেই মহিলা কামরার সুরক্ষায় নিয়োজিত রয়েছেন RPF জওয়ানরা। এবার থেকে ১৩৯ নম্বরে ফোন এলে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ মহিলা বাহিনী গঠন করা হল। এই বাহিনী মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রীকে দেখা গেলে তাঁকে গ্রেফতার করতে পারবে। দিন কয়েক আগে একটি হাওড়া-মেদিনীপুর লোকাল মেদিনীপুর স্টেশন ছাড়ার পর মহিলা কামরার যাত্রীদের সঙ্গে যুবকের অশালীন ব্যবহারের ঘটনার পর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া মহিলা সুরক্ষা নিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন শাখার আধিকারিকরা। ওদিকে দক্ষিণপূর্ব রেলের এক কর্তা জানিয়েছেন, মেদিনীপুরের ঘটনার পর মহিলা কামরায় পুরুষ যাত্রীদের আটক করা শুরু হয়েছিল। তার জেরে পালটা রেল অবরোধ শুরু হয় নলপুরে! খড়্গপুরের আরপিএফের সিনিয়র কমান্ড্যান্ট বিবেকানন্দ নারায়ণ বলেন, “মহিলা বগিতে আগের থেকেই নিরাপত্তা বাহিনী রাখা আছে। তাঁরাই কাজ করছেন। তবে এটা বিচ্ছিন্নভাবে উঠে আসা এক মানসিক ভারসাম্যহীন এক যুবকের কীর্তি! তবে, ধরপাকড় জোরদার করতেই নলপুরে দু’দিন রেল অবরোধ করেন স্থানীয়রা। এই যদি হয় মানুষের বিবেচনা, তবে কী করে অপরাধ রোখা যাবে!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…