Railway

Kharagpur Station: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হলেন টিকিট পরীক্ষক! খড়্গপুর স্টেশনে বিস্ময়কর ঘটনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর: এ যেন ‘বিনা মেঘে বজ্রপাত’ আর ‘রাখে হরি মারে কে’- দুই প্রবাদের সার্থক দৃশ্যায়ন দেখলো খড়্গপুর স্টেশন! ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা। খড়্গপুর স্টেশনের ২ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন দুই টিকিট পরীক্ষক। হঠাৎ-ই উপর থেকে একটি বিদ্যুতের তার এসে আছড়ে পড়ে এক টিকিট পরীক্ষকের মাথায়! মুহূর্তের মধ্যে বিদ্যুৎ সংযুক্ত ওই তার শরীরের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। সংজ্ঞা হারিয়ে প্লাটফর্ম থেকে একদম রেল লাইনে ছিটকে পড়েন ওই টিকিট পরীক্ষক। গুরুতর আহত ওই টিকিট পরীক্ষকের নাম সুজন কুমার সিং সর্দার। বয়স আনুমানিক ৫৫-৫৬। অপর টিকিট পরীক্ষক সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট না হলেও, ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন এবং সামান্য আহত হন।

খড়্গপুর স্টেশনের ২-৪ প্ল্যাটফর্মে :

কথা বলার সময়ই উড়ে আসে সেই তার :

অপরদিকে, রেললাইনের ছিটকে পড়া ওই টিকিট পরীক্ষককে দ্রুত রেল পুলিশ ও রেলকর্মীদের সহায়তায় উদ্ধার করা হয়। পাঠানো হয় রেলের হাসপাতালে। এই মুহূর্তে তিনি কিছুটা স্থিতিশীল আছেন। এদিকে, রেলের ওভারহেড তারে প্রায় ২৫ হাজার ভোল্ট বিদ্যুৎ সংযুক্ত থাকে! স্বাভাবিকভাবেই যে আরও বড় বিপদ হতে পারতো তা বলছেন সংশ্লিষ্ট সকলেই। এদিকে, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেলের ওভারহেড তারে একটি কাক ওই সময় বসে ছিল। সেই কোনোভাবে একটি তার ছিঁড়ে ফেলে বা মুখে করে কোথা থেকে নিয়ে আসে! ওই তারটিই ছিটকে পড়ে নিচে। যে তারটি ২৫ হাজার ভোল্ট লাইনের সঙ্গেই যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে! ওই তারই সরাসরি রেলকর্মীর মাথায় এসে পড়ে এবং আতসবাজির মতো সশব্দে জ্বলে ওঠে মুহূর্তের মধ্যে। এ যেন সত্যি সত্যিই ‘বিনা মেঘে বজ্রপাত’! অন্যদিকে, এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় যে আরও বড় বিপদ হতে পারতো, তা স্বীকার করে নিয়েছেন সব সব পক্ষই। এও জানা গেছে, কাছাকাছি ওই সময়েই ওই লাইন দিয়ে একটি ট্রেন আসারও কথা ছিল! সবমিলিয়ে এতবড়ো বিপদের সম্মুখীন হয়েও, যেভাবে রেলকর্মী সুজন সিং সর্দার প্রাণে রক্ষা পেয়েছেন, সেই ঘটনাকে অনেকেই ‘রাখে হরি মারে কে’ বলছেন! তবে, এই বিষয়ে রেল কর্তৃপক্ষের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে সাধারণ যাত্রী ও কর্মীরা দাবি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ডি.আর.এম (DRM) এম. এস. হাসমি।

খড়্গপুর স্টেশনের ২-৪ নং প্ল্যাটফর্মে ঘটে দুর্ঘটনা:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

16 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

7 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 week ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago