দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: মেদিনীপুর স্টেশনে কাজ চলছিল সেকেন্ড ওভারব্রিজের। সেই কাজ চলাকালীনই ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা! ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম বিশ্বকর্মা মাহাত। বয়স আনুমানিক ৩০-৩২। সোমবার দুপুর বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মেদিনীপুর স্টেশন চত্বর। রেলের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অনেকেই। এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হতে হয় কর্তব্যরত সাংবাদিকদের!
জানা গেছে, মেদিনীপুর স্টেশনের আধুনিকীকরণের কাজ সহ একটি নতুন (দ্বিতীয়) ফুট ওভারব্রিজের কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এই কাজ করছিলেন বিভিন্ন কন্ট্রাকটার বা ঠিকাদারদের অধীনে থাকা নানা জেলা ও রাজ্যের শ্রমিকরা। সোমবার সেই কাজ চলাকালীনই দুপুর নাগাদ ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! ইলেকট্রিক শক লেগে ফুট ওভারব্রিজ থেকে একেবারে নীচে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন বিহারের ছাপড়া জেলার বাসিন্দা বিশ্বকর্মা মাহাতো (৩০-৩২)। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! এদিকে, ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর স্টেশন চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পর্যাপ্ত নিরাপত্তা বা সুরক্ষার ব্যবস্থা ছাড়াই, কাজ চালানোর অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে! অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন, বিশ্বকর্মা ধাতব পাতের তৈরি টেপ দিয়ে মাপজোক করছিলেন। সেই সময় কোন কারণে ওই টেপের সঙ্গে ইলেকট্রিকের সংযোগ হয়ে যায়! ফলে ইলেকট্রিক শক খেয়ে ব্রিজ থেকে নীচে ছিটকে পড়েন বিশ্বকর্মা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনা ঘিরে আতঙ্কিত অন্যান্য শ্রমিকরাও। মুখে কুলুপ এঁটেছেন রেল কর্তৃপক্ষ। বিশ্বকর্মার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে!