দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: খোদ জেলা হেড পোস্ট অফিসের মধ্যেই সক্রিয় দালালচক্র! রমরমি চলছে আধার কার্ড তৈরি ও সংশোধন করে দেওয়ার নাম করে ৫০০ থেকে ১০০০ টাকা অবধি নেওয়ার অবৈধ কারবার। সোমবার দুপুরে তেমনই এক অভিযোগ উঠে এল জেলা সদর মেদিনীপুরের হেড পোস্ট অফিসের মধ্যে। অভিযোগ, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও, হেড পোস্ট অফিস চত্বরের মধ্যেই আধার কার্ডের বায়োমেট্রিক করানো, সংশোধন এবং নতুন আধার কার্ড করানোর বিনিময়ে টাকা নিচ্ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর সুন্দরার বাসিন্দা শিশুরঞ্জন মাহাত। শেষ পর্যন্ত, এই নিয়ে গন্ডগোল শুরু হতেই নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যায় শিশুরঞ্জন। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ শিশুরঞ্জন-কে আটক করে নিয়ে যায়।

thebengalpost.net
অভিযুক্ত শিশুরঞ্জন মাহাত :

জানা গেছে, শালবনীর সুন্দরার বাসিন্দা শিশুরঞ্জন মাহাত তার এলাকার লোকজনদের জানায়, যাদের আধার কার্ডের বায়োমেট্রিকের সমস্যা রয়েছে, আধারে তথ্য ভুল রয়েছে কিংবা যারা নতুন আধার কার্ড তৈরি করবেন, হেড পোস্ট অফিসে তাঁদের সেই সব কাজ করিয়ে দেবেন তিনি৷ সেই মতো, সোমবার মেদিনীপুর হেড পোস্ট অফিসে গ্রামবাসীদের নিয়ে গিয়ে লাইনে দাঁড় করান শিশুরঞ্জন। তার বদলে, গ্রামবাসীদের কারুর কাছ থেকে ৫০০ টাকা তো কারুর কাছ থেকে ১০০০ টাকা করে নেন শিশুরঞ্জন৷ এমনকি গ্রামবাসীদের দিয়ে ফর্ম ফিল-আপও করানো হয়। কিন্তু, ফিল-আপ করা ফর্মগুলি একের পর এক বাতিল হয়ে যেতেই শিশুরঞ্জন মাহাত’কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা৷ হট্টগোল শুনে পোস্ট অফিসের নিরাপত্তারক্ষীরা শিশুরঞ্জন-কে পাকড়াও করে৷ এরপর পোস্ট অফিস নিকটবর্তী কোতোয়ালী থানায় খবর দেয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই সত্য ঘটনা বেরিয়ে পড়ে! এরপর শিশুরঞ্জন মাহাত-কে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে, গ্রামবাসীরা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করে! সেই ছবি তুলতে গেলে, পোস্ট অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদেরও বচসা হয়! এদিকে এই‌ পুরো ঘটনা নিয়ে হেড পোস্টমাস্টার রাজেন্দ্রনাথ গিরি বলেন, “পোস্ট অফিসে আধার কার্ড নতুনভাবে তৈরি করতে কোনও টাকা লাগছে না। আধার কার্ড সংশোধন করতে ৫০ টাকা এবং বায়োমেট্রিক ঠিক করতে ১০০ টাকা লাগছে৷ এর বেশি অতিরিক্ত কোনও টাকা লাগছে না৷” যে অভিযুক্ত এই কাজ করেছে, তাঁর সঙ্গে পোস্ট অফিসের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন পোস্টমাস্টার।

thebengalpost.net
আটক করে কোতোয়ালী থানার পুলিশ :