দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপরে উল্টে গেল মদ ভর্তি গাড়ি! তবে, গাড়ির গতিবেগ খুব বেশি ছিলনা এবং রাস্তার অনেকটা ধারেই গাড়িটি উল্টায় বলে, চালক ও খালাসি অক্ষত আছেন। এদিকে, মদের গাড়ি উল্টে গেলেও এবার আর স্থানীয়দের মধ্যে কুড়িয়ে নেওয়ার বিশেষ হুড়োহুড়ি নেই! বরং, উদ্ধার কাজে এগিয়ে এলেন অনেকেই। আসলে প্লাস্টিকের বোতলে ছিল একটি পরিচিত কোম্পানির ‘দেশি মদ’ (কান্ট্রি স্পিরিট নামে পরিচিত)। আর, দেশি মদ বলেই কুড়োনোর জন্য কোনো হুড়োহুড়ি নেই, বিদেশি মদ হলেই যেটা বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে! পুলিশ আসার আগেই স্থানীয়দের তৎপরতায় মদ ভর্তি গাড়িটিকে উদ্ধার করা হয়।

thebengalpost.net
উল্টে গেল মদ ভর্তি গাড়ি :

thebengalpost.net
উদ্ধার কাজে এগিয়ে এলেন স্থানীয়রা :

শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ডেবরার কাছে আশাড়ি এলাকায়। মেদিনীপুর থেকে মেছোগ্রাম যাওয়ার সময় মদ বোঝাই পিকআপ ভ্যানটি হঠাৎ করে উল্টে যায়! সমস্ত দেশি মদের বোতল রাস্তায় পড়ে যায়। তবে, চালক ও খালাসি অক্ষত আছেন। স্থানীয়দের তৎপরতায় উদ্ধারকাজ সম্পন্ন হয়।

thebengalpost.net
দেশি মদের বোতল :