Recent

Egra Blast: পালিয়েও এ যাত্রায় প্রাণ বাঁচলোনা ভানুর! কটকের হাসপাতালে ‘কলা পাতা’ ঢাকা অবস্থাতেই মৃত্যু এগরার ‘বাজি-গর’ এর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৯ মে: একাধিকবার বিস্ফোরণ ঘটেছে তাঁর বাজি কারখানায়। কতজনের মৃত্যু হয়েছে তার হদিস নেই! মঙ্গলবারের (১৭ মে) ভয়াবহ বিস্ফোরণ অবশ্য নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ দেখে আঁতকে উঠেছিলেন স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম! সেই ঘটনাতেই এবার মৃত্যু হল এগরার ‘বাজি-গর’ তথা খাদিকুল বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের। কটকের হাসপাতালে মৃত্যু হল দগ্ধ ভানুর! বৃহস্পতিবার গভীর রাতে (শুক্রবার রাত্রি ২-টো নাগাদ) কটকের হাসপাতালে চিকিৎসাধীন ভানুর মৃত্যু হয় বলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে। দেহের ৭-০-৮০ শতাংশ পুড়ে যাওয়া ভানুর ‘কলা পাত’ ঢাকা অবস্থার ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নেটিজেনদের একটাই উক্তি, এ যাত্রায় পাপ ছাড়লোনা ভানুকেও!

মৃত্যু হল ভানু বাগের:

জেলা পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ-কে হেফাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপো (ইন্দ্রজিৎ বাগ) তিনজনকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের করেছিল সিআইডি। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পর, সিআইডি ‘বিস্ফোরণ’ সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছিল বলে জানা গিয়েছে। ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ভাইপোকে ইতিমধ্যে ৮ দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ এগরা ১নং ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের উপকন্ঠে অবস্থিত ভানু বাঘের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৯ জনের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। কলকাতার পিজি বা এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৩-৪ জন। বিস্ফোরণের পরই, দগ্ধ অবস্থায় বাইকে প্রায় দেড়শো-দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে কটকে চলে যান ভানু। সেখানকার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভানু জানিয়েছিলেন, পারিবারিক অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, শেষ রক্ষা হলো না! এ যাত্রায় ‘বাজি-গর’ ভানুর সব খেলা শেষ হল! বৃহস্পতিবার গভীর রাতে (সময়ের হিসেবে শুক্রবার রাত্রি ২টো) কটকের হাসপাতালে মৃত্যু হয়েছে কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের।

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago