দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: এক সপ্তাহ-ও হয়নি বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় খুন হতে হয়েছে এক যুবককে, এবার নেশা করার প্রতিবাদ করায় এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে। আর পরপর এইসব ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা বলছেন, “ক্রমেই যেন খড়্গপুর নিজের নিজের পুরানো রূপ (গুলি-বোমার শহর) ধারণ করছে!” সূত্রের খবর অনুযায়ী, এলাকায় নেশা করছিল কিছু যুবক। আর তারই প্রতিবাদ করায় এক ব্যক্তির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল খড়্গপুর শহরের ভগবানপুর এলাকায়।
জানা গেছে, এস. ভি লক্ষ্মী নারায়ণ রাও নামে এক ব্যবসায়ী শনিবার নিজের বাড়িতে পুজো করছিলেন, সেই সময়ই দুপুর নাগাদ তাঁর ছাদের উপরে আচমকা বোমা পড়ে। বাড়িতে শিশু ও মহিলারাও ছিল। বিকট শব্দ শুনে ছাদের ওপরে গিয়ে সকলে দেখেন যে বোমা! এরপরই লক্ষ্মী নারায়ণ রাও পুলিশকে খবর দিলে খড়্গপুর টাউন থানার পুলিশ পুলিশ সেখানে পৌঁছয়। লক্ষ্মী নারায়ণ বাবু’র দাবি, কয়েকদিন আগে তিনি এলাকার কয়েক জন যুবকের নেশা করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তবে তিনি বোমা ছুঁড়তে কাউকে দেখেন নি! এদিকে, দিনেদুপুরে তাঁর বাড়িতে বোমা কে বা কারা ছু্ঁড়ল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।