Recent

“গুলি-কাণ্ডে”র তদন্তে গিয়ে শাসকদলের নেতার সঙ্গে পুলিশকর্মীর বিবাদে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: মঙ্গলবার দুপুরেই গুলি চলেছে খড়্গপুর শহরে। এটিএম সংস্থা’র গাড়ি থেকে টাকা ছিনতাই করতে এসে গুলি চালিয়েছিল চার দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়েছিলেন সংস্থা’র এক কর্মী। তিনি এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার তদন্তে বেরিয়ে এবার খড়্গপুর টাউন থানার এক পুলিশ কর্মী (এ এস আই)’র সঙ্গে সরাসরি বিবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন খড়্গপুর শহরের এক তৃণমূল নেতা। সুনীল সোনকার নামে ওই তৃণমূল কর্মী আইএনটিটিইউসি’র শহর সংগঠক। সূত্রের খবর অনুযায়ী, সুনীলের ভাই মঙ্গলবার দুপুরের ওই গুলি-কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে, তার খোঁজে সন্ধ্যা নাগাদ ওই তৃণমূল নেতার বাড়িতে হাজির হয় টাউন থানার পুলিশ। এরপর, ভাইয়ের খোঁজ করা হয়! কিন্তু, তদন্তে সহযোগিতা করা হচ্ছিল না, এই অজুহাতে ওই তৃণমূল নেতা সহ তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। ওই তৃণমূল নেতার অন্তঃসত্ত্বা স্ত্রী-কেও মারধর করা হয়েছে বলে স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ। এরপরই, স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযুক্ত এএসআই (ASI) ‘কে ঘিরে ধরে পাল্টা মারধর করে বলে অভিযোগ। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তৃণমূল নেতা কর্মীরা অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাস্থলে উত্তেজনা :

পুলিশ সূত্রে জানা গেছে, সুনীল সোনকার নামে ওই তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসি’র শহর সংগঠকের ভাইয়ের বিরুদ্ধে নানা দুষ্কর্মের অভিযোগ আছে! সেই সূত্র ধরেই, পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তার খোঁজে তার বাড়িতে যায়। কিন্তু, সে বাড়িতে ছিলনা বলে জানা গেছে। তবে, তৃণমূল নেতা সুনীল সোনকার ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অভিযুক্ত এএসআই- এর তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয় বলে জানা গেছে। তারপরই, হাতাহাতির জায়গায় পৌঁছে যায় ঘটনা! অভিযোগ, তৃণমূল নেতা সহ তাঁর পরিবারের পাঁচজনকে মারধর করে খড়্গপুর টাউন থানার ওই এএসআই। আহতদের খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, ওই এএসআই-কেও ব্যাপক মারধর করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় INTTUC ‘র জেলা সভাপতি নির্মল ঘোষ জানিয়েছেন, “ঘটনার কথা শুনেছি। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। পুলিশের তরফে আমাদের কর্মী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলে শুনেছি। আমরা এর তীব্র নিন্দা করছি। তবে, ওনার ভাইকে যদি সন্দেহ করা হয়, তদন্তে নিশ্চয়ই সহযোগিতা করা হবে। এর সঙ্গে মারধরের কোনো সম্পর্ক নেই! পুরো বিষয়টি আমরা বিস্তারিত ভাবে জেনে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।” এদিকে, এই ঘটনায় জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “ঘটনার তদন্ত করতে পুলিশ গিয়েছিল। কোনও অফিসার মদ্যপ ছিলেন না, আমরা খোঁজ নিয়েছি। তদন্তে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ আছে, তবে মারধরের ঘটনা ঘটেনি।‌ আমি পুরো বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখছি।”

আহত তৃণমূল নেতা :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago