thebengalpost.net
ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে আন্দোলন:

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: “ওরা নেবে এক, আর আমাকে দেবে এক! সেজন্যই আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমার এটা (চার লক্ষ) লাগবে। হায়ার অথরিটিকে দিতে হবে…সোম থেকে শুক্রবারের মধ্যে বাড়িতে এসে পেমেন্ট করে যাবে। তোমার হবেই। হান্ড্রেড টেন পার্সেন্ট হবে। আমি সেরকমই ব্যবস্থা করে রেখেছি… কোন কারণে না হলে পুরোটাই রিফান্ড হবে। ১১টার মধ্যে আমার ১০টাই রেডি আছে। ১টা শুধু অ্যাপিয়ার হয়নি!” সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই অডিওই (সত্যতা যাচাই করেনি দ্য বেঙ্গল পোস্ট) এখন ঘুরে বেড়াচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। শাসকদল তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ওই অডিও-র এক প্রান্তে আছেন পিংলার এক যুবক, যিনি রেশনের ডিলার হওয়ার আবেদন জানিয়েছিলেন। আর অপর প্রান্তে আছেন, সবং ও পিংলা ব্লকের ফুড ইন্সপেক্টর শঙ্কর প্রসাদ সিং। তিনিই ওই যুবকের কাছ থেকে চার লক্ষ টাকা চেয়েছেন রেশন ডিলার হিসেবে নিয়োগের জন্য।

thebengalpost.net
ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে আন্দোলন:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

ভাইরাল অডিও অনুযায়ী, সোম থেকে শুক্রবার মধ্যে টাকা দিলে জানুয়ারি মাসের মধ্যেই ওই যুবকের কাছে ইন্টারভিউ লেটার বা কল লেটার পৌঁছে যাবে। বুধবার থেকে এই অডিও ভাইরাল হওয়ার পরই অভিযুক্ত ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে বৃহস্পতিবার আন্দোলনে নামে শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, টাকার বিনিময়ে ডিলার নিয়োগ করছেন ফুড ইন্সপেক্টর। বৃহস্পতিবার ওই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে উত্তাল হয় পশ্চিম মেদিনীপুরের সবং। শুধু তাই নয়, সবং পঞ্চায়েত সমিতির তরফে অভিযুক্ত ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরে।

thebengalpost.net
ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ :

প্রসঙ্গত, রেশন ডিলার নিয়োগের ক্ষেত্রে ‘অনিয়ম’ করেছেন ফুড ইন্সপেক্টর শঙ্কর প্রসাদ সিং এমনই অভিযোগে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় সবং ব্লক তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল অবধি সবং ব্লকের ফুড অফিসের সামনে অবস্থানে বসেন সবং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। নেতৃত্বে ছিলেন স্বয়ং সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স। বিক্ষোভকারীদের দাবি, ফুড ইন্সপেক্টরের তত্ত্বাবধানে হওয়া রেশন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করতে হবে। নতুন করে সঠিকভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে এই বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা। উল্লেখ্য, শঙ্কর প্রসাদ সিং বর্তমানে সবং ও পিংলা ব্লকের ফুড ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি, সবং ও পিংলা ব্লকে ১১ জন রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিযোগ, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি টাকার বিনিময়ে পরিচালনা করছেন ফুড ইন্সপেক্টর। ভাইরাল হওয়া অডিওতে সেই প্রমাণ মিলেছে বলে দাবি তৃণমূলের ব্লক সভাপতি আবু কালাম বক্সের। এনিয়ে অভিযুক্ত ফুড ইন্সপেক্টরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভপতি তন্ময় দাস বলেন, “আসলে তৃণমূলকে কোন ভাগ না দিয়ে; ফুড ইন্সপেক্টর একাই সব টাকা খেয়ে নিচ্ছেন! সেজন্যই ওদের একটু গোঁসা হয়েছে। ভাগাভাগি করে খেলে ব্লক তৃণমূলের নেতারা বেজায় খুশি হতেন। গোটা রাজ্য জুড়েই তো এভাবে দুর্নীতিগ্রস্ত কিছু আমলা আর তৃণমূলের নেতারা মিলে তোলাবাজি চালাচ্ছে।” অন্যদিকে, অভিযুক্ত ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সবং পঞ্চায়েত সমিতির তরফে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

thebengalpost.net
অভিযুক্ত ফুড ইন্সপেক্টর শঙ্কর প্রসাদ সিংহ:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):