Recent

West Midnapore: রাস্তাতেও কাটমানি? চরম দুর্নীতির অভিযোগ ঠিকাদারি সংস্থা’র বিরুদ্ধে, পশ্চিম মেদিনীপুরে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: গ্রামের গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা নির্মাণের কাজে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুললেন এলাকাবাসী। গ্রামের বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিন ধরে গ্রামে একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু, কোন প্রকল্পের ঢালাই রাস্তা, কে বা কারা নির্মাণ কাজ চালাচ্ছে জানেনা কেউ, লাগানো হয়নি কোনো বোর্ড। তবে, গ্রামবাসীরা এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে, রাস্তার কাজে ব্যবহৃত বালি ও গুটি একেবারে নিম্নমানের। সিমেন্ট পরিমাণে কম দেওয়া হচ্ছে। রাস্তা ঢালাইয়ের যে পরিমাণ উচ্চতা হওয়ার কথা, তা হচ্ছেনা! এ বিষয়ে গ্রামের মানুষ ঠিকাদারি সংস্থা থেকে স্থানীয় শাসক দলের নেতা, এমনকি ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তারপর-ই রবিবার দুপুরে উত্তেজনা দেখা দেয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের এই বেড়াবেড়িয়া গ্রামে। এরপর, সাংবাদিকরা পৌঁছে, ঠিকাদারি সংস্থা’র ম্যানেজারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি! জানিয়েছেন, “আমি নতুন এসেছি। কিছু বলতে পারবনা!” খবর পাওয়ার পর, বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন।

এই রাস্তা নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা :

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার উত্তেজিত গ্রামবাসীরা অভিযোগ করেন, “এইভাবে রাস্তা নির্মাণ করলে রাস্তা দু’দিনও টিকবে না! তারপর আবার বর্ষা আসছে। রাস্তার চিহ্ন-ই থাকবেনা। আমরা এই বিষয়ে ঠিকাদারি সংস্থার কর্মীদের বারবার জিজ্ঞাসা করলেও, তারা আমাদের প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি!” তাই, রবিবার রীতিমতো বিক্ষোভ দেখান এলাকাবাসী। চন্দ্রকোনা ১ নম্বর নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “বেড়াবেড়িয়া গ্রামে একটি রাস্তা হচ্ছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে। সেই রাস্তার কাজে একটা সমস্যা হচ্ছে আমরা শুনেছি। ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। আমরা জেলা প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি।” এখন মাঝপথে প্রশাসন কি ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে আছেন এলাকাবাসী। যদিও, ক্যামেরার পেছনে তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু শাসকদলের নেতাকর্মী জড়িত থাকাতেই এই দুর্নীতি! এদিকে, ঘাটাল জেলা বিজেপির পক্ষ থেকে ‘কাটমানি’র দিকে আঙুল তোলা হয়েছে। তবে, অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টিকে প্রশাসনিক বলে এড়িয়ে গিয়েছে জেলা তৃণমূল।

সদুত্তর নেই ঠিকাদারি সংস্থা’র কাছে :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 hour ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago