Recent

Save Forest: জ্বলছে জঙ্গল, পুড়ছে ভবিষ্যৎ! অরণ্য রক্ষার বার্তা দিতে হিজলী থেকে আড়াবাড়ি সাইকেল র‍্যালিতে বনদপ্তর

সমীরণ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: জঙ্গল বাঁচাতে হবে জীবজগতের স্বার্থে, মানুষের স্বার্থে। অরণ্য শুধু যে অক্সিজেনের এক এবং একমাত্র রসদ তাই নয়, অরণ্যে উপর নির্ভরশীল জগতের বাস্তুতন্ত্রও। সেই অরণ্য বা জঙ্গল-কে একদল অজ্ঞ, অর্বাচীন, সঙ্কীর্ণচেতা মানুষ জ্বালিয়ে শেষ করে দিচ্ছেন আদিম স্বার্থ পূরণের তাগিদে কিংবা নেহাতই পৈশাচিক উল্লাসে মেতে ওঠার জন্য। আদতে তাঁরা যে নিজেদের ভবিষ্যৎ সভ্যতা-কেই জ্বালিয়ে, পুড়িয়ে শেষ করছেন, তা হয়তো তাঁরা টেরই পাচ্ছেন না! বারবার সচেতন করেও লাভ হচ্ছে না। বসন্তের শুরু থেকেই জ্বলছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের জঙ্গল। তার সঙ্গে এই সময়ে আছে শিকারিদের উপদ্রবও। তাই, বনদপ্তরের উদ্যোগে, রবিবার খড়্গপুরের হিজলী থেকে শালবনীর আড়াবাড়ি অবধি, প্রায় ৪০ কিলোমিটার রাস্তা সাইকেল র‍্যালি’তে অংশগ্রহণ করলেন বনদপ্তরের আধিকারিকরা। উদ্দেশ্য একটাই, আবারও একবার সাধারণ মানুষকে এই বার্তা দেওয়া যে, পরিবেশের স্বার্থে, বাস্তুতন্ত্রের স্বার্থে জঙ্গলে আগুন লাগাবেন না; জঙ্গলে স্বীকার করবেন না বা বন্যপ্রাণীদের হত্যা করবেন না।

সাইকেল র‍্যালি:

রবিবার সকালে, পশ্চিম চক্রের মুখ্য বনপাল শ্রী অশোক প্রতাপ সিং এর উপস্থিতিতে এবং মেদিনীপুর, খড়্গপুর ও রূপনারায়ণ বনবিভাগের তিন আধিকারিক (DFO) যথাক্রমে, সন্দীপ বেরওয়াল, শিবানন্দ রাম, মনীষ কুমার যাদবের উদ্যোগে এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন ভাদুতলার রেঞ্জ অফিসার পাপন মোহান্ত, গোদাপিয়াশালের রেঞ্জ অফিসার বিশ্বজিৎ মাল, আড়াবাড়ির রেঞ্জ অফিসার মলয় কুমার ঘোষ সহ বনদপ্তরের কর্মীরা। সাইকেল র‍্যালির মাধ্যমে বার্তা দেওয়া হয়, ‘নিজেদের স্বার্থে, প্রকৃতির স্বার্থে, পরিবেশের স্বার্থে জঙ্গলে আগুন লাগাবেন না’ এবং ‘জঙ্গলে শিকার করবেন না’। সুন্দরী এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে, সর্বোপরি নিজেদের এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অরণ্য বা জঙ্গল-কে সবুজ-সজীব রাখতে হবে। বাঁচিয়ে রাখতে হবে বন্যপ্রাণীদের। রবিবার বনদপ্তরের পক্ষ থেকে ফের একবার এই বার্তা দেওয়া হল। যেভাবে পরপর জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া, নিছকই সংকীর্ণ স্বার্থ পূরণের তাগিদে, তাতে একদিকে যেমন সবুজ কচি চারা ধ্বংস হচ্ছে, ঠিক তেমনই জঙ্গলের মধ্যে থাকা ছোট ছোট পশু-প্রাণীরা দগ্ধ হচ্ছে! আর, এতেই ভেঙে পড়ছে সম্পূর্ণ বাস্তুতন্ত্র। আগামীদিনে যার পরিণতি ভয়াবহ হতে পারে বলে বনদপ্তর ও বন্যপ্রাণী গবেষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে, বারবার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়ার ফলে, আগের তুলনায় ‘শিকার’ অনেকটাই কমেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। কিন্তু, জঙ্গল জ্বালানোর আদিম প্রবৃত্তি কিছুতেই কমছে না! অজ্ঞ-অর্বাচীন মনুষ্যসমাজের বোধোদয়ের অপেক্ষাতেই এখন বনদপ্তর ও প্রকৃতিপ্রেমীরা।

জঙ্গলে আগুন (ফাইল ছবি) :

সাইকেলে আধিকারিকরা :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago