thebengalpost.net
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ:

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর সেই ব্যাগ নির্দিষ্ট জায়গায় রেখে মাত্র ১ মিনিটের জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় খোও‌য়া গেল সাড়ে তিন লক্ষ টাকা! সঙ্গে মোবাইল ও স্কুটির চাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দাসপুর বাজারে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনাটি। পেশায় সিএসপি (কাস্টমার সার্ভিস পয়েন্ট)’র কর্মী বা ব্যাঙ্কমিত্র বছর ৩০’র‌ গৃহবধূ স্বর্ণলতা মাইতি’র সাড়ে ৩ লক্ষ টাকা কেপমারি হয় আজ (সোমবার) দুপুর ১২-টা নাগাদ। জানা যায়, সকাল সাড়ে দশটা নাগাদ দাসপুরের বড়শিমুলিয়ায় অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরই CSP অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্টের টাকা তুলতে দাসপুর শাখায় গিয়েছিলেন পেশায় ব্যাঙ্কমিত্র ওই গৃহবধূ। এদিকে, ২-৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকার পর সোমবার ব্যাঙ্ক খোলায় স্বাভাবিকভাবেই এদিন ভিড় ছিল বেশি। এর মধ্যেই, ক্যাশ কাউন্টার থেকে সাড়ে তিন লক্ষ টাকা তু্লে তা নিজের ব্যাগে ঢুকিয়ে ব্যাংকের একটি নির্দিষ্ট জায়গায় রাখেন স্বর্ণলতা। এরপর, ফের কোন একটি কাজে কাউন্টারের দিকে যান তিনি। সেই সময় ওই জায়গায় (ব্যাগের কাছে) থাকা ব্যাংকের অপর এক কর্মীও একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। সেই সুযোগেই উধাও হয়ে যায় স্বর্ণলতা মাইতির টাকা ভর্তি ব্যাগ!

thebengalpost.net
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ:

কাউন্টার থেকে ফিরে স্বর্ণলতা দেখেন তাঁর ব্যাগ নেই! এরপরই, কেঁদে ভাসাতে থাকেন তিনি। এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন, তা নিয়েই আর্তনাদ করতে থাকেন বছর ৩০’র গৃহবধূ। তিনি শিমুলিয়া এলাকারই বাসিন্দা বলে জানা যায়। ব্যাগে টাকা ছাড়াও তাঁর মোবাইল এবং স্কুটির চাবি ছিল বলে জানিয়েছেন তিনি। ব্যাংকের অন্যান্য কর্মী থেকে শুরু করে ওই সময়ে থাকা গ্রাহকরা জানিয়েছেন, একজন ব্যক্তি মুখে সাদা রুমাল বেঁধে এসেছিলেন। তিনিই সম্ভবত ব্যাগ নিয়ে চম্পট দেন। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই দৃশ্য। ইতিমধ্যে তা তুলে দেওয়া হয়েছে ঘাটাল মহকুমা পুলিশের হাতে। ঘটনার খবর পাওয়ার পরই মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরীর নেতৃত্বে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার রাজু মন্ডল জানান, “তিনদিন পর ব্যাঙ্ক খোলায় স্বাভাবিক ভাবেই ভিড় ছিল। তাই, আরো সাবধান ও সতর্ক হওয়া উচিত ছিল। যদিও, টাকা তোলার পর ওই জায়গাতে ব্যাঙ্কমিত্র-রা ব্যাগ রাখেন। ব্যাঙ্কের কর্মীদের নজরেই থাকে ব্যাগগুলি। আজ কোনোভাবে ১-২ মিনিটের জন্য অন্যমনস্ক হওয়াতেই এই ঘটনা ঘটে।” অনুমান, টার্গেট করেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতী। তবে, দ্রুত তাকে ধরা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।

thebengalpost.net
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক :