Recent

Recruitment Scam: আমেরিকা থেকে ফিরেই ইডি’র মুখোমুখি পার্থর জামাই! তটস্থ পিংলার স্কুল থেকে কল্যাণময়ের ডেবরা’র গ্রাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: সোমবারই আমেরিকা থেকে ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। আর, ফেরার সাথে সাথেই সোজা ঢুকে পড়তে হয়েছে সিজিও কমপ্লেক্সে। সোমবার তাঁকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)-এর আধিকারিকরা। উল্লেখ্য যে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়ের স্বামী কল্যাণময়কে আগেই ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২৩ অগস্ট তাঁকে প্রথমবার তলব করেন তদন্তকারীরা। পরে ১ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, আমেরিকায় থাকা কল্যাণময়ের কাছে সেই সমন সময়মতো পৌঁছয়নি বলে জানা যায়। এরপর, ফের তাঁকে তলব করা হয়। সোমবার কলকাতায় পা দিয়েই তাই সোজা ইডি দফতরে চলে যান কল্যাণময়। কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি’র আধিকারিকরা।

BCM International School, Pingla:

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের পিংলা’র খিরিন্দায় অবস্থিত বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল (BCM International School) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র স্মৃতিতে অর্থাৎ বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশনের সৌজন্যে প্রায় ৪৫-৫০ কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছিল বলে স্থানীয়রা আগেই জানিয়েছিলেন। আর, মন্ত্রী মশাই (প্রাক্তন) স্কুলের চেয়ারম্যান করেছিলেন তাঁর জামাই কল্যাণময়-কে। বস্তুত মেয়ে-জামাই’কে ওই ঝাঁ চকচকে অভিজাত ইংরেজি মাধ্যম স্কুল উপহার হিসেবেই দিয়েছিলেন পার্থ। যার দেখভাল করার দায়িত্ব ছিল কল্যাণময়েরই মামা তথা খিরিন্দা’র বাসিন্দা কৃষ্ণপ্রসাদ অধিকারী’র উপর। শুধু স্কুল নয়, স্কুল সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বিলাসবহুল বাংলো বাড়িও! আর, এ সবকিছুই শিক্ষক নিয়োগ দুর্নীতির ‘নগদ টাকা’য় হয়েছিল বলে অভিযোগ। রাজ্যের তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী তথা শাসকদলের মহাসচিব থাকাকালীন ওই রিসর্ট বা বাংলো বাড়িতে স্বয়ং মন্ত্রীমশাই সহ অনেক হোমরা চোমরা-দেরই অবাধ যাতায়াত ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। সমস্ত কিছু তথ্যই পৌঁছে গিয়েছিল ইডি-সিবিআই’এর কাছেও!

তাই, গত ২২ জুলাই (২০২২) শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড তথা বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে ইডি যখন পার্থ আর অর্পিতা’র আবাসন সহ আর ১২-১৩ জায়গায় তল্লাশি শুরু করে, ঠিক সেই সময়ই পিংলার খিরিন্দায় কৃষ্ণপ্রসাদ অধিকারী’র বাড়িতেও উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় আয়কর দপ্তরের প্রতিনিধিরা। ওইদিন প্রায় ১২ ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর, চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে (বুধবার) বিকেল ৩ টা ২০ নাগাদ নাগাদ ইডি’র চার সদস্যের একটি দল সরাসরি বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলে হানা দেয়। প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে চলে অভিযান। এরপর, ফের আজ, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)-ও স্কুলে আসতে পারেন ইডি আধিকারিকরা, তেমনই জল্পনা ছড়িয়েছে। শুধু স্কুল নয়, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী’র বাড়ি (খিরিন্দা) থেকে শুরু করে তাঁর (কল্যাণময়ের) নিজের গ্রাম বা দেশবাড়ি ডেবরা’র ওন্তলা গ্রামেও নাকি পৌঁছে যেতে পারে তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁর মামা-মামিমা; কাকু-কাকিমা সহ আত্মীয় পরিজন ও এলাকাবাসীকে! আর, সোমবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করার পর-ই এই জল্পনা ছড়িয়েছে স্কুল ও গ্রাম জুড়ে। স্বাভাবিকভাবেই এলাকায় যেমন পৌঁছে গিয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা, ঠিক তেমনই তটস্থ হয়ে আছে এলাকা!

আসতে পারে ইডি’র দল? জল্পনা পিংলায় :

News Desk

Recent Posts

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

3 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

13 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

2 days ago

Operation Sindoor: পাকিস্তানকে জবাব দেওয়া শুরু! একের পর এক জঙ্গি-ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৭ মে: পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করল ভারতীয় সেনা। পাকিস্তান ও…

2 days ago