দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি! আর সেই খিচুড়ি খেয়ে প্রায় ২১ জন শিশু সহ অন্তত ৩০-৩৫ জন অসুস্থ হলেন। তাদের হাসপাতালেও ভর্তি হতে হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১নং ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোড়পুর এলাকায়। শুক্রবার জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, শিশুরা সহ প্রায় সকলেই এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে, কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা স্বাস্থ্য দফতর।

thebengalpost.net
অসুস্থদের ভিড় হাসপাতালে:

এলাকাবাসীদের অভিযোগ, লোড়পুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ি টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার সময় এক অভিভাবক খিচুড়িতে একটি বড় এবং সিদ্ধ হয়ে যাওয়া টিকটিকি দেখতে পান! দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, সেই খিচুড়ি খেয়েছিলন অনেক শিশু এবং তাদের অভিভাবকরা। কয়েকজনের বমিও শুরু হয় বলে খবর ছড়ায়। এরপরই নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। দ্রুততার সঙ্গে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় খিচুড়ি খাওয়া শিশু সহ অসুস্থ অভিভাবকদের। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। ছিলেন BMOH নিরঞ্জন কুঁতিও। এছাড়াও, রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস, ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোবর্ধন সাহু সহ প্রশাসনিক আধিকারিকরা সমস্ত রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন।

ক্ষীরপাই হাসপাতালের বিএমওএইচ (BMOH) নিরঞ্জন কুঁতি জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের যে খাবার দেওয়া হয়েছিল তাতে টিকটিকি বা কিছু একটা পড়ে গিয়েছিল বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বেশ কয়েকজন বমি করে। তবে, চিকিৎসার পর তারা প্রায় সকলেই সুস্থ হয়ে উঠেছেন। বমির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পূর্ণিমা মন্ডলের দাবি, “প্রত্যেকেই টিফিন বন্ধ করে খিচুড়ি নিয়ে গিয়েছিল। বাড়িতেও টিকটিকি পড়তে পারে।” বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস জানান, সবাই সুস্থ আছে। তবে, পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখা হয়েছে। গোটা ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধেই সমস্ত দায় চাপিয়ে, কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

thebengalpost.net
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা :