দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীতেও বেড়েছে জলস্তর! বিপজ্জনকভাবে বইছে কংসাবতী। ইতিমধ্যে প্লাবিত কংসাবতী নদী তীরবর্তী মেদিনীপুর শহরের কিছু এলাকা। ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এলাকাবাসী। জলস্তর বাড়ার উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও। নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কংসাবতী নদীর অ্যানিকাট বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এবং মন্ত্রী হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন, বিধায়ক দীনেন রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

thebengalpost.net
বিপজ্জনকভাবে বইছে কংসাবতী :

thebengalpost.net
মন্ত্রী’রা কথা বললেন আধিকারিকদের সঙ্গে :

পরিদর্শনের পর ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া জানান, “রাজ্যকে না জানিয়ে অন্যান্য রাজ্যগুলি এত পরিমান জল ছাড়ার ফলে, নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। শোনা যাচ্ছে আরও জল ছাড়তে চলেছে গালুডি, যদি তাই হয়, তাহলে আরো কয়েকটি ব্লক জলের তলায় চলে যাবে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সজাগ থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন, জেলাপরিষদ, পঞ্চায়েত প্রশাসন, ব্লক প্রশাসন সমস্ত স্তরের আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

thebengalpost.net
অ্যানিকাট বাঁধের সামনে :