Recent

Mushroom Farming: স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের নিয়ে মাশরুম চাষের ‘কর্মশালা’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর:’মৌমাছি পালন’ প্রশিক্ষণের পর মাশরুম চাষের প্রশিক্ষণ। পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস (National Service Scheme) এবং এনএসকিউএফ (National Skill Qualifications Frameworks) এর যৌথ উদ্যোগে দু’দিনের এই প্রশিক্ষণ শিবির তথা কর্মশালা (Workshop) অনুষ্ঠিত হল মেদিনীপুর গ্রামীণের কোলসান্ডা গ্রামে। গত ২৯ ও ৩০ ডিসেম্বর ওই গ্রামের স্ব-সহায়ক গোষ্ঠীর ৮০ জন মহিলাকে নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। হাতে কলমে মাশরুম চাষের খুঁটিনাটি বিষয় শেখানো হয়। শুধু তাই নয়, দু’দিনের এই কর্মশালা শেষে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।

হাতে কলমে মাশরুম চাষের প্রশিক্ষণ:

উল্লেখ্য যে, দারিদ্র্য অধ্যুষিত এই কোলসান্ডা গ্রামটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ‘দত্তক’ নিয়েছে, এখানকার আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নতি করার জন্য। সে সূত্রেই, এই কর্মশালায় মূলত স্বল্প খরচে ঝিনুক ছাতু বা মাশরুম চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যাবে, তা শেখান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এবং গবেষক ছাত্র-ছাত্রীরা। নেতৃত্বে ছিলেন বিভাগীয় অধ্যাপক তথা জাতীয় সেবা প্রকল্প (NSS) ও মাশরুম চাষের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি তথা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর অঙ্গ হিসেবে, উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা। উপস্থিত ছিলেন, কলা বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে, স্পেশাল অফিসার সৌদিপ কুমার সাউ প্রমুখ। প্রশিক্ষণ শেষে স্ব-সহায়ক দলগুলোর হাতে তুলে দেওয়া হয়, মাশরুম বেড এবং অন্যান্য সামগ্রী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, তাঁদের অন্যান্য দত্তক নেওয়া গ্রামগুলিতেও এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

মেদিনীপুর গ্রামীণে মাশরুম চাষের প্রশিক্ষণ :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

7 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago