দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: জঙ্গলের মাঝে হঠাৎই বিশাল শব্দ শুনতে পান এলাকাবাসী! অনেকেই আবার আকাশ থেকে বিশালাকায় কিছু পড়তে দেখেন। ছুটে গিয়ে তাঁরা দেখেন বিশাল একটা ধাতব বস্তু পড়ে আছে! অনেকটা প্লেনের ভেঙে যাওয়া কিছু অংশের মতো দেখতে। দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। সোমবার বেলা আড়াইটা-তিনটা নাগাদ ঠিক এমন ঘটনাই ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অধীন সিওরবনীর জঙ্গলে! ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছে ওই ধাতব বস্তু আসলে যুদ্ধবিমানের একটি অংশ। খবর দেওয়া হয়েছে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশন বা বায়ু সেনা ঘাঁটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ নং ব্লকের সিওরবনীর জঙ্গলে পড়া সুবিশাল ওই ধাতব বস্তুটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও, দুপুর দুটো-আড়াইটা নাগাদ ওই ধাতব বস্তুটি আকাশ থেকে পড়ে বলে স্থানীয়দের দাবি। গোয়ালতোড় থানা মারফত ঘটনার খবর পৌঁছয় জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের কাছেও। তিনি বিকেল চারটা নাগাদ জানিয়েছেন, ওই ধাতব বস্তুটি মিগ-২৯ (Mig- 29) যুদ্ধবিমানের অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক হতে পারে। ছবি দেখে প্রাথমিকভাবে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনের তরফে এমনটাই জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। মহড়া চলাকালীন বা অন্য কোনো কারণে যুদ্ধবিমানের ওই অংশ ভেঙে বা খুলে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। তবে, তা লোকালয়ের মাঝে পড়লে যে বড়সড় বিপদ হতে পারতো, তা বলাই বাহুল্য! ইতিমধ্যে, কলাইকুন্ডার আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
এদিকে, সোমবার সন্ধ্যাতেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারতীয় বায়ু সেনার তরফে। মহড়া সেরে কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটিতে ফেরার পথে এই ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে লিখিত বিবৃতিতে। কিভাবে ওই অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক-টি খুলে পড়েছে, তা তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।