Recent

নেত্রী মমতার জন্য কর্ণগড়ের বিখ্যাত দেবী মহামায়া’র মন্দিরে হোম-যজ্ঞ মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: “বাংলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। বাংলার মা-কে বিপুল ভোটে জয়ী করতে হবে। তাই, দেবী মহামায়া-র কাছে আমরা প্রার্থনা জানালাম, আমাদের নেত্রী যেন লক্ষাধিক ভোটে জয়ী হয়ে পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মানবসেবা চালিয়ে যেতে পারেন”। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রসিদ্ধ মা মহামায়া’র মন্দিরে শনিবার হোম-যজ্ঞ সম্পন্ন করার পর বললেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ সহ জেলা ও ব্লক নেতৃত্বের অন্যান্যরা। প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে ভবানীপুর সমেত মোট তিনটি বিধানসভা কেন্দ্রে। ভবানীপুরে এবারের লড়াই হচ্ছে জোরদার। কারণ, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১৯২৪ ভোটে পরাজিত মমতা বন্দোপাধ্যায়ের এবার হতে চলেছে সম্মান রক্ষার লড়াই! আর সেই লড়াইয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়-কে কোনোভাবেই পরাস্ত হতে না হয় অথবা সামান্য ব্যবধানে জয়ী হতে না হয়, সেজন্যই দেবী’র কাছে নেত্রী-কে বিপুল ভোটে জয়ী করার প্রার্থনা জানালেন সুজয়-রা। ইতিমধ্যে, ভবানীপুরে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। লড়াকু নেত্রী এবং জনপ্রিয় আইনজীবী হিসেবে কলকাতার বুকে ইতিমধ্যেই সুবিদিত। অন্যজন, বামফ্রন্টের তরুণ তুর্কি আইনজীবী শ্রীজীব গোস্বামী। স্বাভাবিকভাবেই, মুখ্যমন্ত্রী মমতা বেশ কিছুটা এগিয়ে থাকলেও স্নায়ুযুদ্ধ চলছেই! স্বয়ং মমতা ভবানীপুর থেকে ডাক দিয়েছেন, “একটা ভোটও বিরোধীদের নয়। প্রাকৃতিক দুর্যোগ থাকলেও ভোট দিতে আসতে হবে আপনাদের। না হলে কিন্তু আমি মুখ্যমন্ত্রী থাকবো না!” আর সুজয়রা চাইছেন, নেত্রীর ‘জয়’ নয়, ‘বিপুল ভোটে জয়’!

হোম যজ্ঞ :

শনিবার শালবনী ব্লকের কর্নগড়ের মহামায়া মন্দিরে দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে সকাল ১১ টা নাগাদ উপস্থিত হন মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা। এরপর, ২৫ রকমের নৈবদ্য চাপিয়ে শুরু করেন হোম যজ্ঞ। মায়ের কাছে একটাই প্রার্থনা দলীয় নেতৃত্ব ও কর্মীদের। ভবানীপুরে বিপুল সংখ্যক ভোটে জিতে জয়লাভ করুক জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের ভয় একটাই, নন্দীগ্রামের জয়ী ঘোষণা করার পরেও, শেষ মুহূর্তে দেখা যায় সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী! এবারও, হাড্ডাহাড্ডি লড়াই দিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রধান সেনাপতি হিসেবে মাঠে নেমেছেন সেই শুভেন্দু। জোরদার প্রচার চলছে, প্রতিমুহূর্তে টানটান উত্তেজনা! আর, সেই উত্তেজনা থেকেই এবার দেবী মহামায়া-র শরণাপন্ন হলেন- মেদিনীপুর জেলা তৃণমূলের নেতৃত্বরা। মায়ের কাছে একটাই প্রার্থনা- সামান্য দুর্ঘটনা যেন না ঘটে যায়! সুজয়দের প্রার্থনা কতখানি পূরণ হলো, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী রবিবার (৩ অক্টোবর) পর্যন্ত।

দেবী মহামায়া-র মন্দিরে সুজয় ও বিশ্বনাথ :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago