Recent

Paschim Medinipur: ছেলের হাত ধরে ১৭ বছর পর বাড়ির পথে মধ্যপ্রদেশের রাজেন্দ্র! বিদায়বেলায় চোখে জল ডেভিডের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর:”অর্থে কেউ ধনী হয়না, ধনী হয় মনে!” নিজের ফেসবুক টাইমলাইনে লিখে রেখেছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত পিড়াকাটার বছর ২৩ এর যুবক ডেভিড। ডেভিড ইমানুয়েল। নামটা গত ৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে জেলা ছাড়িয়ে রাজ্য কিংবা ভিন রাজ্যেরও অনেকেই হয়তো জেনে গেছেন! কারণ, ওই দিন সন্ধ্যাতেই বেঙ্গল পোস্ট ডিজিটাল মাধ্যমে এবং পর দিন (৯ নভেম্বর) সকালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় এক সময়ের মাও আঁতুড়ঘর পিড়াকাটার এই যুবকের মানবিকতার স্বতন্ত্র নিদর্শন মেলে ধরার খবর। ১৭ বছর ধরে নিজের ঘরবাড়ি ও পরিবার হারিয়ে ফেলা মধ্যপ্রদেশের মানসিক ভারসাম্য হীন ব্যক্তি রাজেন্দ্র কোল-কে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া, আর তারপর, ঐকান্তিক প্রচেষ্টায় এবং হ্যাম রেডিও’র সহযোগিতায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সেই অসাধারণ কাহিনী। অবশেষে, মঙ্গলবার অর্থাৎ ১৫ নভেম্বর ছেলে রাজনারায়ণ এবং ভাই সরোজ কুমারের হাত ধরে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা থেকে নিজের বাড়ি মধ্যপ্রদেশের পানোয়ারের (খারা গ্রাম) উদ্দেশ্যে রওনা দিলেন বছর ৬৫’র রাজেন্দ্র।

পিড়াকাটা পুলিশ পোস্টে সকলের সঙ্গে রাজেন্দ্র কোল (বাম দিকে সবুজ জামা):

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পিড়াকাটা পুলিশ পোস্টের মধ্যস্থতায় ডেভিড ও তাঁর পরিবারের সদস্যরা রাজেন্দ্র কোলকে তাঁর পরিবারের সদস্যদের (ছেলে ও ভাই) হাতে তুলে দিলেন। গত ৩ নভেম্বর থেকে পরম আত্মীয়ের মতোই স্নেহ ও ভালোবাসা দিয়ে রাজেন্দ্র বাবু’কে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ডেভিড এবং তাঁর মা সর্বাণী দেবী। অত্যন্ত আশ্চর্যের (বা, এটাই হয়তো স্বাভাবিক?) যে, এই ১৭ বছরে বিভিন্ন রাজ্য, জেলা, শহর, গ্রামের পথে প্রান্তরে ঘুরে বেড়ালেও ‘ভবঘুরে’ বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা রাজেন্দ্র-কে কেউ জিজ্ঞেস করেনি, “আপনার বাড়ি কোথায়?” ১৭ বছর পর, গত ৩ নভেম্বর সকালে শালবনী থানার পিড়াকাটার রাস্তায় ইতস্তত ঘুরতে দেখে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিল ‘অনিরুদ্ধ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ডেভিড। তারপর তাঁর অসহায়তার কথা উপলব্ধি করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। এরপর, শুরু হয়েছিল বছর ৬৫’র রাজেন্দ্রকে তাঁর বাড়ি, পরিবার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। এভাবেই, গত ৫ নভেম্বর ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের সঙ্গে ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ হয় ডেভিডের। তাঁর উদ্যোগেই জানা যায়, মধ্যপ্রদেশের রাওয়া জেলার পানোয়ার থানার খারা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র। জানা যায়, সেখানে তাঁর স্ত্রী, সন্তানেরা আছেন। কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ হয়ে যান রাজেন্দ্র। এই ১৭ বছরে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। অবশেষে, এক অসম্ভবকেই যেন ‘সম্ভব’ করলেন পিড়াকাটার ডেভিড! ডেভিড অবশ্য এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস সহ অন্যান্যদের প্রতি। ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তথা শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টকেও। মঙ্গলবার পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ সুদীপ কর, এএসআই‌ নবকুমার মিদ্যা সহ হাম রেডিও এবং অনিরুদ্ধ ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে রাজেন্দ্র কোলকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। আপ্লুত তাঁর ছেলে রাজনারায়ণ, ভাই সরোজ কুমার’রা! চোখের কোণে আনন্দাশ্রু। বিদায়বেলায় চোখ চিকচিক করে উঠলো ১৮ বছর আগে বাবাকে হারানো ডেভিডেরও!

ডেভিড (রাজেন্দ্র বাবু’র ঠিক পাশেই) ও তার মায়ের সঙ্গে রাজেন্দ্র কোল, তাঁর পরিবারের সদস্যরা এবং হাম রেডিও ও অনিরুদ্ধ ফাউন্ডেশনের সদস্যরা:

মঙ্গলবার ডেভিডের বাড়িতে (পেছনে ডেভিড) :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago