Recent

Paschim Medinipur: ছেলের হাত ধরে ১৭ বছর পর বাড়ির পথে মধ্যপ্রদেশের রাজেন্দ্র! বিদায়বেলায় চোখে জল ডেভিডের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর:”অর্থে কেউ ধনী হয়না, ধনী হয় মনে!” নিজের ফেসবুক টাইমলাইনে লিখে রেখেছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত পিড়াকাটার বছর ২৩ এর যুবক ডেভিড। ডেভিড ইমানুয়েল। নামটা গত ৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে জেলা ছাড়িয়ে রাজ্য কিংবা ভিন রাজ্যেরও অনেকেই হয়তো জেনে গেছেন! কারণ, ওই দিন সন্ধ্যাতেই বেঙ্গল পোস্ট ডিজিটাল মাধ্যমে এবং পর দিন (৯ নভেম্বর) সকালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় এক সময়ের মাও আঁতুড়ঘর পিড়াকাটার এই যুবকের মানবিকতার স্বতন্ত্র নিদর্শন মেলে ধরার খবর। ১৭ বছর ধরে নিজের ঘরবাড়ি ও পরিবার হারিয়ে ফেলা মধ্যপ্রদেশের মানসিক ভারসাম্য হীন ব্যক্তি রাজেন্দ্র কোল-কে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া, আর তারপর, ঐকান্তিক প্রচেষ্টায় এবং হ্যাম রেডিও’র সহযোগিতায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সেই অসাধারণ কাহিনী। অবশেষে, মঙ্গলবার অর্থাৎ ১৫ নভেম্বর ছেলে রাজনারায়ণ এবং ভাই সরোজ কুমারের হাত ধরে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা থেকে নিজের বাড়ি মধ্যপ্রদেশের পানোয়ারের (খারা গ্রাম) উদ্দেশ্যে রওনা দিলেন বছর ৬৫’র রাজেন্দ্র।

পিড়াকাটা পুলিশ পোস্টে সকলের সঙ্গে রাজেন্দ্র কোল (বাম দিকে সবুজ জামা):

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পিড়াকাটা পুলিশ পোস্টের মধ্যস্থতায় ডেভিড ও তাঁর পরিবারের সদস্যরা রাজেন্দ্র কোলকে তাঁর পরিবারের সদস্যদের (ছেলে ও ভাই) হাতে তুলে দিলেন। গত ৩ নভেম্বর থেকে পরম আত্মীয়ের মতোই স্নেহ ও ভালোবাসা দিয়ে রাজেন্দ্র বাবু’কে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ডেভিড এবং তাঁর মা সর্বাণী দেবী। অত্যন্ত আশ্চর্যের (বা, এটাই হয়তো স্বাভাবিক?) যে, এই ১৭ বছরে বিভিন্ন রাজ্য, জেলা, শহর, গ্রামের পথে প্রান্তরে ঘুরে বেড়ালেও ‘ভবঘুরে’ বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা রাজেন্দ্র-কে কেউ জিজ্ঞেস করেনি, “আপনার বাড়ি কোথায়?” ১৭ বছর পর, গত ৩ নভেম্বর সকালে শালবনী থানার পিড়াকাটার রাস্তায় ইতস্তত ঘুরতে দেখে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিল ‘অনিরুদ্ধ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ডেভিড। তারপর তাঁর অসহায়তার কথা উপলব্ধি করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। এরপর, শুরু হয়েছিল বছর ৬৫’র রাজেন্দ্রকে তাঁর বাড়ি, পরিবার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। এভাবেই, গত ৫ নভেম্বর ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের সঙ্গে ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ হয় ডেভিডের। তাঁর উদ্যোগেই জানা যায়, মধ্যপ্রদেশের রাওয়া জেলার পানোয়ার থানার খারা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র। জানা যায়, সেখানে তাঁর স্ত্রী, সন্তানেরা আছেন। কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ হয়ে যান রাজেন্দ্র। এই ১৭ বছরে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। অবশেষে, এক অসম্ভবকেই যেন ‘সম্ভব’ করলেন পিড়াকাটার ডেভিড! ডেভিড অবশ্য এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস সহ অন্যান্যদের প্রতি। ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তথা শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টকেও। মঙ্গলবার পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ সুদীপ কর, এএসআই‌ নবকুমার মিদ্যা সহ হাম রেডিও এবং অনিরুদ্ধ ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে রাজেন্দ্র কোলকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। আপ্লুত তাঁর ছেলে রাজনারায়ণ, ভাই সরোজ কুমার’রা! চোখের কোণে আনন্দাশ্রু। বিদায়বেলায় চোখ চিকচিক করে উঠলো ১৮ বছর আগে বাবাকে হারানো ডেভিডেরও!

ডেভিড (রাজেন্দ্র বাবু’র ঠিক পাশেই) ও তার মায়ের সঙ্গে রাজেন্দ্র কোল, তাঁর পরিবারের সদস্যরা এবং হাম রেডিও ও অনিরুদ্ধ ফাউন্ডেশনের সদস্যরা:

মঙ্গলবার ডেভিডের বাড়িতে (পেছনে ডেভিড) :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

3 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

6 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago