Recent

Paschim Medinipur: কিস্তির টাকা ফেরত না দিলে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার মারাত্মক হুমকি! পশ্চিম মেদিনীপুরে অভিযোগের তীর বেসরকারি লগ্নিকারী সংস্থার বিরুদ্ধে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে:’কিস্তির টাকা না দিলে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে’, এমনই মারাত্মক হুমকি দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি একটি লগ্নিকারী সংস্থার বিরুদ্ধে। এমনকি, এই ঘটনার খবর করতে গেলে লগ্নিকারী সংস্থার কর্মীরা সংবাদমাধ্যমের কর্মীদের ক্যামেরা কেড়ে নেয় বলেও অভিযোগ। ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই সংস্থার কর্মীদের তথ্য যাচাইয়ের জন্য আটক করে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খলকপুর গ্রামে।

সংস্থা’র কর্মীরা তেড়ে যায় সংবাদমাধ্যমের দিকেও :

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি লগ্নিকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে বাড়িতে গিয়ে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই কারণেই ওই কর্মীদের আটকে রাখে গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ওই সংস্থার কর্মীরা সঠিক পরিচয়পত্র না দেখানোয় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, বেসরকারি লগ্নি সংস্থা খলকপুর গ্রামের বেশ কিছু পরিবারের কাছে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিয়ে, সুদ বাবদ টাকা ধার দেয়। সুদ সমেত মাসে মাসে গ্রামের মানুষদের কাছ থেকে আদায় করা হত টাকা। গ্রামের মানুষদের অভিযোগ, টাকা পরিশোধ করার পরেও প্রতিনিয়ত ওই সংস্থা সুদ নিজেদের ইচ্ছেমতো বাড়াত। গ্রামের মানুষরা এর প্রতিবাদ করতেই, ওই লগ্নি সংস্থার কর্মীরা মহিলাদের বলে, ‘টাকা না দিলে তুলে নিয়ে যাওয়া হবে!’

গ্রামে উত্তেজনা:

বৃহস্পতিবার ওই সংস্থার জনা সাতেক কর্মী দলবল বেঁধে গ্রামে গিয়ে একজনের বাড়িতে গিয়ে টাকা চাওয়ার নামে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। এমনকি, বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়ারও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আর এতেই দেখা দেয় উত্তেজনা! গ্রামের মানুষ তাদের আটকে রাখে। খবর যায় সংবাদমাধ্যমের কাছে। এই খবর করতে গেলে লগ্নি সংস্থার কর্মীরা কেড়ে নেয় সংবাদমাধ্যমের ক্যামেরা। এমনকি, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের কর্মীদের। গন্ডোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই লগ্নিকারী সংস্থার কর্মীদের সাথে কথা বলে। এমনকি প্রয়োজনীয় নথি দেখাতে না পারায়, জিজ্ঞাসাবাদের জন্য ওই লগ্নি সংস্থার কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা থানায়। পুলিশ সূত্রে খবর, সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ এবং ওই সংস্থার সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেওয়া চলছে।

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

3 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

4 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

6 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

7 days ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

1 week ago

Midnapore: বেকসুর খালাস, ১৫ বছর পর ‘জেলমুক্ত’ ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…

1 week ago