দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই : কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটির (Kalaikunda Air Force Station) দায়িত্ব গ্রহণ করলেন রণ সিং। সোমবার বাহিনীর নিজস্ব প্রথা মেনে, একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এয়ার কমোডর রণ সিং দায়িত্ব গ্রহণ করলেন, এয়ার কমোডর তরুন চৌধুরী-এর কাছ থেকে। কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিংয়ের দায়িত্ব গ্রহণ করার পর, বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন এয়ার কমান্ডার তরুণ চৌধুরী প্রশংসা করে রণ সিং বলেন, “এয়ার কমোডর চৌধুরী সফলভাবে বাহিনী পরিচালনা করেছিলেন। আমাদের সেভাবেই এগোতে হবে।” অতিমারীর মধ্যে সমস্ত কোভিড বিধি মেনে কলাইকুন্ডা এয়ার বেসে এই অনুষ্ঠান পালিত হয়।

thebengalpost.in
কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটির দায়িত্ব গ্রহণ করলেন এয়ার কমান্ডার রণ সিং :

প্রসঙ্গত, এয়ার সিএমডি রণ সিংহ ১৯ ডিসেম্বর, ১৯৯২ এয়ার ফোর্সের ফ্লাইং ব্রাঞ্চে যোগদান করেছিলেন। ৩,২৫০ এরও বেশি যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এই যোদ্ধা পাইলট বাহিনীর শীর্ষ আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সোমবার। তিনি ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং কলেজ অফ এয়ার ওয়ারফেয়ারের প্রাক্তন ছাত্র। যুদ্ধ বিমানের একজন অভিজ্ঞতাসম্পন্ন পাইলট হিসেবে তিনি সারা দেশে সমাদৃত। এর আগে তিনি ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রন এবং একটি অপারেশনাল নজরদারি ইউনিটের অধিনায়ক ছিলেন। এয়ার ফোর্স স্টেশনের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে, তিনি নয়াদিল্লির এয়ার সদর দফতরে নিযুক্ত ছিলেন।