দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠলো এখদল দুষ্কৃতীর বিরুদ্ধে! বিধানসভা নির্বাচনের আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্নের প্রকল্প’ মাটির সৃষ্টিতে শালবনী ব্লকের মহাশোল কলোনিতে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মাধ্যমে বন্টিত উদ্বাস্তুদের অসেচ জমিতে সোলার বিদ্যুৎ প্রকল্প তৈরি করে ডিপ টিউবওয়েল বসানো হয়। ওই প্রকল্পের মাধ্যমে, এলাকার ৪০ টি উদ্বাস্তু পরিবার সরকারি সহায়তায় আম, কাজু প্রভৃতি ফলের চাষ করেছিলেন। বুধবার একদল দুষ্কৃতী ওই প্রকল্পের সোলার প্যানেলগুলিকে ভেঙেচুরে নষ্ট করে দিয়ে যায়! ফলে প্রকল্পটি নষ্ট হয়ে গিয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে :

সোলার বিদ্যুৎ প্রকল্পের সোলার প্যানেলগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল উঠছেনা! বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা তা লক্ষ্য করেন। তাঁদের অভিযোগ, “কেউ বা কারা রাতের অন্ধকারে এগুলি নষ্ট করে দিয়ে গেছে। এই ঘটনায় দুষ্কৃতীদের নীচ মানসিকতার পরিচয় পাওয়া যায়। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে সরকারি সম্পত্তি নষ্ট করার শাস্তি দেওয়া হোক।” স্থানীয়দের অনুমান, কোনো মত্ত যুবকদেরও কাজ হতে পারে! তবে, যে বা যারাই এই কাজ করুক না কেন তা অত্যন্ত ঘৃন্য কাজ বলেই মনে করছেন তাঁরা। শালবনী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে। সাধারণ মানুষের জন্য নির্মিত এই ধরনের প্রকল্পের ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।