thebengalpost.net
চিকিৎসাধীন ছাত্রী :

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: “আমি নিজে হিসেব করে দেখেছিলাম ৬১৯-৬২০ পাব। সেখানে পেয়েছি মাত্র ৪০৫। আমি এটা সহ্য করতে পারিনি! ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব!” রবিবার দুপুরে হাসপাতালের বিছানায় বসে এমনটাই জানাল সদ্য মাধ্যমিক পাস করা ছাত্রীটি। এখন সে অনেকটাই সুস্থ। শনিবার রাতে বিষ (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের বাসিন্দা ওই ছাত্রী (সামাজিক সম্মানের স্বার্থে নাম ও গ্রামের নাম প্রকাশ করা হলোনা)। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী পড়াশোনায় বরাবরই ভালো ছিল বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকাবাসী। কিন্তু, মাধ্যমিকে একেবারেই আশানুরূপ ফল না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিল শুক্রবার (১৯ মে) থেকে। তাতেই এমন কান্ড ঘটিয়ে বসে সে।

thebengalpost.net
চিকিৎসাধীন ছাত্রী :

জানা যায়, শনিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে মেধাবী ওই ছাত্রী। বুঝতে পেরেই তড়িঘড়ি পরিবারের সদস্যরা উদ্ধার করে ভর্তি করেন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। বর্তমানে, ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছাত্রীটি। শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার ছাত্রী ও তার পরিবারের সাথে দেখা করতে হাসপাতালে যান বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। ছাত্রীটিকে উৎসাহ দেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। বর্তমানে, হাসপাতালের তরফে পর্যবেক্ষণে রাখা হয়েছে ছাত্রীটিকে।