thebengalpost.net
মেদিনীপুরে জুন মালিয়া:

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বিলিতি মদের দোকানে দুঃসাহসিক চুরি! দু’দিনের ব্যবধানে প্রায় কাছাকাছি এলাকায়, একই কায়দায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও সবংয়ে। শনিবার গভীর রাতে সবংয়ের একটি ফরেন লিকার বা বিলিতি মদের দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা সহ ৫৬ হাজার টাকার বিদেশি মদ চুরি হয় বলে অভিযোগ। চোরের ওই দলটি দোকানের সিসিটিভি (cctv)-র হার্ডডিস্ক-ও চুরি করে নিয়ে যায়। জানা গিয়েছে, সবংয়ের চাঁদকুড়ি এলাকায় একটি বিদেশি মদের দোকানে দুঃসাহসিক চুরি করে দুষ্কৃতীরা। রবিবার সকাল আটটা নাগাদ দোকান খুলতে এসে মালিক মানস জানার মাথায় হাত পড়ে যায়!

thebengalpost.net
বিজ্ঞাপন:

মানস দেখেন, দোকানের প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর, দোকানের ভেতরে গিয়ে তিনি লক্ষ্য করেন বেশ কয়েকটি তালা ভেঙে দোকানের বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি বিদেশি মদ সহ ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনার পরই সবং থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানে সিসিটিভি থাকলেও হার্ডডিক্স চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা! দোকান মালিক মানস জানা বলেন, ক্যাশ কাউন্টার থেকে নগদ এক লক্ষ ১১ হাজার টাকা সহ প্রায় ৫৬ হাজার টাকার বিদেশী মদ তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রসঙ্গত, একই কায়দায় গত দু’দিন আগেই ডেবরার আষাড়ি সংলগ্ন এলাকায় একটি বিদেশি মদের দোকানে চুরি হয়। সেখানেও নগদ টাকা সহ দামি ব্র্যান্ডের বিদেশি মদ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এমনকি, সিসিটিভি-র হার্ডডিস্কও নিয়ে যায়। তবে কি মদের দোকানে চুরির ঘটনায় একই দুষ্কৃতী-দল যুক্ত? উঠছে প্রশ্ন! ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন সবং থানার পুলিশ আধিকারিকেরা। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।

thebengalpost.net
এই দোকানেই চুরি হয় :