Recent

Midnapore: অপু-দুর্গার মতোই ট্রেন দেখতে বেরিয়েছিল ওরা, তারপরই নিখোঁজ! সিনেমার স্টাইলে উদ্ধারাভিযান ডেবরা পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: “এক কাজ করবি অপু, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি?” কালো ধোঁয়া উড়িয়ে কুঁ ঝিকঝিক করতে করতে এগিয়ে আসে রেলগাড়ি। কাশের বন ভেদ করে তীরগতিতে ছুটে যায় অপু আর দুর্গা। প্রথমবার রেলগাড়ি দেখার সেই অভিজ্ঞতা থেকেই রোগশয্যায় শুয়ে দুর্গা বলে উঠেছিল, “অপু, আমি সেরে উঠলে একদিন রেলগাড়ি দেখতে যাবি?” না, দুর্গা আর সেরে ওঠেনি! তবে, বাঙালির হৃদয়ে আজও গেঁথে আছে ‘কথা সাহিত্যিক’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ অবলম্বনে সত্যজিৎ রায়ের সিনেমার সেই ‘কালজয়ী’ দৃশ্য। বৃহস্পতিবার বিকেলে প্রথমবার রেলগাড়ি (ট্রেন) দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের একদল অপু-দুর্গা। তবে, সিনেমার স্টাইলেই অভিযান চালিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের উদ্ধার করল পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার।

উদ্ধার করল ডেবরা থানা:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকার তিন নাবালিকা এবং এক নাবালক বৃহস্পতিবার বিকেল ৫-টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা থেকেই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেশ না পেয়ে, শুক্রবার বিকেলে তাঁরা ডেবরা থানার দ্বারস্থ হয়। ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও একাধিক টিম তৈরি করে চিরুনি তল্লাশিতে নামে ডেবরা থানার পুলিশ। নিকটবর্তী স্টেশন, বাসস্ট্যান্ড সর্বত্র খোঁজা হয়। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ জানতে পারে, বালিচক স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে ওঠে ওই চার নাবালক-নাবালিকা। এরপরই হাওড়া স্টেশনের জিআরপি-র সঙ্গে যোগাযোগ করা হয়। স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজে ওই চার নাবালককে দেখাও যায়। তবে, তারপর তারা কোন ট্রেনে উঠে উধাও হয়ে যায়, তা আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে, ডেবরা থানার পুলিশ শুক্রবার সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে হাওড়া থেকে খড়গপুরগামী সমস্ত ট্রেনে এবং স্টেশনে তল্লাশি চালায়। শেষমেশ সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়া থেকে খড়্গপুরগামী একটি ট্রেনেই তাদের খোঁজ মেলে। ততক্ষণে ওই নাবালক-নাবালিকা প্রায় বালিচক স্টেশনেই পৌঁছে গিয়েছিল। তবে, তাদের সকলেরই বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়া পরিবারের ওই নাবালক-নাবালিকারা জানতই না কোনটি কোন স্টেশন। শেষমেশ ডেবরা থানার পুলিশ তাদের বালিচক স্টেশনে নামায়। শুক্রবার রাতেই তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। শনিবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “ডেবরা থানার পুলিশ একটি অসাধারণ কাজ করেছে। দ্রুততার সাথে অভিযান চালিয়ে ওই নাবালক-নাবালিকাদের উদ্ধার করেছে।” পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরাও।

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

9 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago