দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন:পারিবারিক বিবাদের কারণে মা ও ভাতৃবধূকে তীর বিদ্ধ করল শালবনীর এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হল আহত দুই মহিলাকে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার মেমুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মা লক্ষী মুর্মু ও ভাইয়ের বউ সোনালী মুর্মুর সঙ্গে ঝগড়া হয় বছর তিরিশের রাম মুর্মু-র। ঝগড়া চলাকালীন হটাৎই রাম তার মা ও ভাইয়ের বউকে লক্ষ করে তীর ছুড়ে দেয়। তীরবিদ্ধ হয় দু’জনেই। মায়ের পিঠে এবং ভাইয়ের বউয়ের পেটে লাগে তীর! স্থানীয় গ্রামবাসীরা দু’জনকেই উদ্ধার করে প্রথমে শালবনি গ্রামীন হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করে। ভাতৃবধূ সোনালীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে!
প্রতিবেশীরা জানিয়েছেন, ইদানিং রাম মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আগেও ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু এরকম কাজ করেনি! আজ সামান্য কারণে হঠাৎই সে তীর ছুঁড়ে দেয়। শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ রাম’কে আটক করেছে। পুলিশ জানিয়েছে, রামকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে মনে হচ্ছে না! এখনও লিখিত অভিযোগ হয়নি, তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।