দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ নভেম্বর: ঘুড়ি ওড়ানোর চাইনিজ মাঞ্জা সুতায় ডানা কেটে গিয়ে আহত ও মৃতপ্রায় একটি চিলকে উদ্ধার ও শুশ্রুষা করে, তার প্রাণ বাঁচালেন মেদিনীপুর শহরের দুই যুবক। বুধবার দুপুরে, মেদিনীপুর শহরের নিমতলাচক এলাকায় একটি উড়ন্ত চিল ঘুড়ির চাইনিজ সুতোয় জড়িয়ে যায়। কেটে যায় তার ডানা। ডানায় বিপজ্জনক ওই সুতো জড়িয়ে দীর্ঘসময় ধরে তা ঝুলে থাকে বিদ্যুতের তারে! কিছুক্ষণ পর তা লক্ষ্য করে, স্থানীয় বাসিন্দারা ‘সর্পবন্ধু’ হিসেবে খ্যাত দেবরাজ চক্রবর্তী-কে খবর দেন। দেবরাজ একজন পশু-পক্ষী প্রেমী হিসেবেও পরিচিত। এই ঘটনায় দেবরাজ সাহায্য নেন মেদিনীপুর শহরের একটি পথ কুকুরদের সংগঠনের সদস্য শিবু রানার। শিবু ও ওই সংগঠনের আরও কয়েকজন এসে আহত ওই চিলটির শুশ্রূষা শুরু করেন। নিয়ে যাওয়া চিকিৎসকের কাছেও। আপাতত দেবরাজ, শিবু প্রমুখরা চিলটিকে নজরদারির মধ্যে রেখেছেন।
এদিকে, এই ধরনের বিপজ্জনক চাইনিজ সুতো বা চায়না সুতোর ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও, এর ব্যবহার নিয়ে ক্ষুব্ধ শহরের এই পশুপ্রেমীরা। পশুপ্রেমী দেবরাজ চক্রবর্ত্তী জানান, “চাইনিজ মাঞ্জা সুতোর ফলে বহু পশু, পাখি আহত হচ্ছে। সাধারণ মানুষও আহত হচ্ছেন। কলকাতায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল। নিষেধাজ্ঞা আছে কোর্টেরও। তাও বন্ধ হচ্ছেনা মারাত্মক এই সুতার ব্যবহার। এবিষয়ে প্রশাসনের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।”