Recent

Banyan Tree: শাস্ত্র বিধি মেনে একটি বট ও একটি অশ্বত্থ গাছকে সন্তান হিসেবে গ্রহণ করলেন পশ্চিম মেদিনীপুরের এক বৃদ্ধা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে গোটা পৃথিবীর তাপমাত্রা আজ ঊর্ধ্বমুখী। পরিবেশ বিজ্ঞানীদের মতে, প্রকৃতি আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। ভারতের জন্যও আশঙ্কার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এদেশের ৯০ শতাংশ অঞ্চল চরম উষ্ণাঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি, বাঁকুড়া ও ঝাড়গ্রাম যথাক্রমে বিশ্বের সপ্তম ও নবম উষ্ণতম শহরে পরিণত হয়েছে! তাই, পরিবেশ বিজ্ঞানীদের মতে, অবিলম্বে বৃক্ষরোপণ বা সবুজায়ন সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে, আগামী কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এমনই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের প্রত্যন্ত ঘোলা গ্রামের এক সত্তরোর্ধ্ব বৃদ্ধা অভূতপূর্ব শিক্ষা দিয়ে গেলেন সমগ্র সমাজকে। সবুজ পৃথিবীর বার্তা দিতে, রবিবার (২৩ এপ্রিল), শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ১টি বট এবং ১টি অশ্বত্থ গাছকে তিনি সন্তান রূপে গ্রহণ করলেন। রীতিমতো শাস্ত্র বিধি মেনে, পূজার্চনার মধ্য দিয়ে মহাসাড়ম্বরে তাঁর পরিবারে এই দু’টি গাছকে স্বাগত জানান পাঁজা পরিবারের বর্ষীয়সী সদস্যা সন্ধ্যারানী পাঁজা।

একটি বট ও একটি অশ্বত্থ গাছকে সন্তান হিসেবে গ্রহণ করলেন বৃদ্ধা:

প্রকৃতি তথা গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা তথা সন্তান হিসেবে লালন-পালন করার উদ্দেশ্যেই রীতিমতো শাস্ত্র বিধি মেনে, পূজার্চনার মাধ্যমে সন্তান হিসাবে গাছ দু’টিকে দত্তক নেন বৃদ্ধা সন্ধ্যারানী। হিন্দু শাস্ত্র মতে, রীতিমতো হোম যজ্ঞ সহকারে রবিবার একটি অনুষ্ঠানেরও আয়োজন করেন পাঁজা পরিবার। আয়োজন করা হয়েছিল ভুরিভোজেরও। আর তাতে কার্যত কবজি ডুবিয়ে খেয়ে গেলেন এলাকার বাসিন্দারা। পরিবারের অন্যতম সদস্য তথা সন্ধ্যরানী পাঁজা’র এক ছেলে বিকাশ পাঁজা বলেন, “আমরা অতি-আধুনিক হতে গিয়ে গাছকে অবহেলা করে, সামান্য কারণেই গাছ কেটে ফেলে নিজেরাই বিশ্ব উষ্ণায়নকে ডেকে এনেছি। আর, আজ তার ফল ভোগ করছি। তাই, এই পরিস্থিতিতে আমার (বা, আমাদের) মা যেভাবে গাছের প্রতি নিজের আন্তরিক ভালবাসার প্রকাশ ঘটিয়েছেন, তাকে মর্যাদা দিয়েই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ভাইয়েরাও (বৃদ্ধার সন্তানেরা) সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে প্রত্যেকেই একটি-দু’টি গাছকে সন্তান স্নেহে লালন পালন করব। এভাবেই একমাত্র আমরা পরিবেশকে সুস্থ রাখতে পারব।” এদিনের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দ্রকোনা ১নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার আয়োজন:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

19 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago