Recruitment

TET Marks: কোর্টের নির্দেশে প্রকাশিত ২০১৭ টেটের নম্বর তালিকা, বেরোবে ২০১৪ টেটের ফলাফলও! OMR রহস্যের সমাধান কবে? প্রশ্ন চাকরিপ্রার্থীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ নভেম্বর: চলছে প্রাথমিকে ১১ হাজার (১১,৭৬৫) নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া বা ফর্ম ফিলাপ। শেষ দিন ১৪ নভেম্বর (২০২২)। কিন্তু, হাজার হাজার টেট পাস (২০১৪ ও ২০১৭) চাকরিপ্রার্থী জানতেনই না নিজেদের নম্বর। নম্বর ছাড়া কিভাবে ফর্ম ফিলাপ? অনেকেই আছেন, দু’টি টেট-ই (২০১৪ TET এবং ২০১৭ TET) পাস করেছেন, কোনটির ভিত্তিতে ফর্ম ফিলাপ করবেন? এই সমস্ত প্রশ্ন তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা করেন বেশ কিছু চাকরিপ্রার্থী। গত ৩ নভেম্বর সেই মামলার (WPA 16845/2022) শুনানি শেষেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে টেট পাসদের প্রাপ্ত নম্বর প্রকাশ করার জন্য। এরপরই, সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ২০১৭ টেট পাস ৯৮৯৬ জনের নম্বর প্রকাশ করে (www.wbbpe.org) প্রাথমিক শিক্ষা পর্ষদ। দু’একদিনের মধ্যেই ২০১৪ টেট পাসদের নম্বর প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে, ইতিমধ্যেই এই নম্বরের ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা! তাঁদের মতে, পর্ষদ আদালতে নিজেরাই জানিয়েছেন, টেটের অরিজিনাল ওএমআর (OMR) নষ্ট করে দেওয়া হয়েছে। তবে, ওএমআর-এর ডিজিটাল সংস্করণ রাখা হয়েছে। ফলে, এই নকল বা ডিজিটাল নথির সত্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন সিংহভাগ চাকরিপ্রার্থী।

http://www.wbbpe.org:

চাকরিপ্রার্থী এবং তাঁদের আইনজীবীরা ইতিমধ্যে টেটের নম্বর ম্যানিপুলেশন বা দুর্নীতির প্রশ্ন তুলেছেন আদালতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় OMR রহস্যের সমাধান করার দায়িত্ব দিয়েছেন সিবিআই (CBI)-কে। তবে, শ্লথ গতিতে চলা সেই তদন্ত কবে শেষ হবে, তা নিয়ে সন্দিহান খোদ আদালতই। যদিও, শেষ পর্যন্ত সিবিআই এর উপরেই আস্থা রেখেছেন বিচারপতি। এদিকে, ২০১৭ টেটে পাস করা চাকরিপ্রার্থীদের মধ্যে সিংহভাগ চাকরিপ্রার্থীই মাথায় মাথায় ৮৩ (সংরক্ষিতদের ক্ষেত্রে) এবং ৯০ (অসংরক্ষিত বা জেনারেল) পেয়ে পাস করেছেন বলে জানা গেছে। তবে, পর্ষদের নতুন আইন (২০১৬) অনুযায়ী চাকরির ক্ষেত্রে এই টেটের নম্বর খুব বেশি প্রভাব ফেলবেনা! করণ, মাত্র ৫ নম্বর নির্ধারিত আছে টেট থেকে। সেখানে ইন্টারভিউতে আছে ১০। অ্যাকাডেমিক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রভৃতিতে আছে বাকি ৩৫। এসব নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে, ২০১৪ টেট পাসদের আরটিআই মামলার চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করবে ৩৯২৯ টি শুন্যপদের ভবিষ্যত। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে পর্ষদ। যার শুনানি চলতি সপ্তাহে হওয়ার সম্ভবনা আছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago