দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় গ্রামীণ গ্রন্থাগারিক (Librarian) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটেও (paschimmedinipur.gov.in)। ৪০টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৫ জুন মধ্যরাতে অর্থাৎ রাত্রি ১১টা ৫৯ মিনিটে। তাই, হাতে আর সময় রয়েছে মাত্র চার দিন।
পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ গ্রন্থাগার বা রুরাল লাইব্রেরীতে (Rural Library) এই নিয়োগ করা হবে। সবমিলিয়ে শূন্যপদের সংখ্যা ৪০। এর মধ্যে, অসংরক্ষিত বা জেনারেল ক্যাটাগরির শূন্যপদ মাত্র ৮টি। নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে হবে।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়। নিযুক্তদের মূল বেতন হবে ২২,৭০০ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধাও। প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স সংক্রান্ত শংসাপত্র। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান থাকা এবং বাংলা ভাষায় স্বচ্ছন্দ হওয়াও জরুরি। লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স বা সমগোত্রীয় বিষয়ে প্রার্থীদের ব্যাচেলর্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। যাঁদের এর আগে কোনও লাইব্রেরিতে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা অগ্রাধিকার পাবেন। এই বিষয়ে আরও বিশদে জানা যাবে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (paschimmedinipur.gov.in)।